Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

‘মন্নত’ কি বিক্রি হয়ে যেতে বসেছে? কড়া জবাব দিলেন শাহরুখ খান

Updated :  Tuesday, October 27, 2020 9:23 PM

আবারও ‘মন্নত’ নিয়ে প্রশ্নের মুখে পড়তে হলো অভিনেতা শাহরুখ খানকে। সম্প্রতি দশেরার পর শাহরুখ ‘আস্ক এসআরকে’ -এর সিজন শুরু করেছেন। এই সিজনে শাহরুখকে এক নেটিজেন প্রশ্ন করেন যে, শাহরুখের মুম্বই-এর বাংলো ‘ মন্নত’ কি বিক্রি হয়ে যেতে বসেছে? শাহরুখ ওই ব্যক্তির প্রশ্নের উত্তরে কড়া জবাব দেন। তিনি বলেন , মন্নত বিক্রি করা যায় না,মাথা নিচু করে মন্নত করতে হয়। তাহলে জীবনের স্বপ্ন পূরণ হয়,বলেন কিং খান। এরপর ওই ব্যক্তি আর কোনো মন্তব্য করেননি বলে জানা গেছে। ‘মন্নত’ শব্দটির অর্থ প্রার্থনা। ‘মন্নত’ শুধুমাত্র কিং খানের বাসস্থান নয়, এর সঙ্গে জড়িত আছে তাঁর অনুভূতি। এর আগেও ‘মন্নত’-এ ঘর ভাড়া পাওয়া যাবে কিনা, জানতে চেয়েছেন কিছু নেট নাগরিক। কিন্তু শাহরুখ কখনো মজার ছলে বা কখনো কড়া ভাবে জবাব দিয়েছেন তাঁদের। ‘মন্নত’ ছাড়াও দুবাইয়ে ‘জন্নত’ নামে একটি বাংলো রয়েছে শাহরুখের। কিছুদিন আগে শাহরুখ লন্ডনেও একটি বাড়ি কিনেছেন বলে জানা গেছে।

বলিউডে এই মুহূর্তে নেপোটিজম নিয়ে বিতর্ক তুঙ্গে। সেই অর্থে অভিনেতা শাহরুখ খান একজন ‘আউটসাইডার’। টিনএজে শাহরুখ হারিয়েছিলেন তাঁর বাবাকে। ভাগ্যের ফেরে মায়ের মৃত্যুর দিন অভিনেত্রী হেমা মালিনীর ফোন এসেছিল তাঁর পরিচালিত ‘দিল আশনা হ্যায়’ ছবিতে নায়কের ভূমিকায় অভিনয় করার জন্য। মা-কে গোর দিয়ে সেদিন মুম্বই-এর উদ্দেশ্যে রওনা হয়েছিলেন শাহরুখ খান। কিন্তু আইনি জটিলতার কারণে শাহরুখের প্রথম ছবি ‘দিল আশনা হ্যায়’ মুক্তি পায় ‘রাজু বন গয়া জেন্টলম্যান’-এর পরে। ‘রাজু বন গয়া জেন্টলম্যান’ হিট হলেও শাহরুখকে রীতিমত সংঘর্ষ করতে হয় বলিউড ইন্ডাস্ট্রিতে পায়ের তলার মাটি শক্ত করার জন্য।

এক চরম লড়াইয়ের মধ্যে দিয়ে কিং খানের উত্থান। তাই তিনি পছন্দ করেন সাধারণ মানুষের সঙ্গে মিশে যেতে। এই কারণে নিজের টুইটার অ্যাকাউন্টে ‘আস্ক এসআরকে’ শুরু করেছেন শাহরুখ। তাঁর অনুরাগীদের প্রশ্ন ও সমস্যা সমাধানের জন্য শাহরুখের এই প্রচেষ্টা। কিন্তু পরিবারকেন্দ্রিক শাহরুখের পছন্দ নয় তাঁর পরিবার ও ঘর নিয়ে অযথা প্রশ্ন। ‘মন্নত’ শাহরুখের ঘর, যেখানে দিনের শেষে কিং খান একজন ‘ফ্যামিলি ম্যান’। কিন্তু বিতর্ক সৃষ্টি করার জন্য কখনো কখনো তাঁর এই অনুভূতির অপব্যবহার করেন কিছু নেট নাগরিক। শাহরুখও তাঁদের সঙ্গে সঠিকভাবেই ‘ডিল’ করেন।