ফুটন্ত তেলে হাত ডুবিয়ে পকোড়া ভাজছেন মহিলা, ভাইরাল ভিডিও

আপনি হয়তো কাহিনী শুনে থাকবেন যে যারা পাপ করে মৃত্যুর পর যম তাঁদের গরম তেলে ফেলে দেন। কিন্তু এই মানুষ একদম জীবিত, তাও আবার ফুটন্ত তেলে হাত ডুবিয়ে পকোড়া ভাজছেন!…

Avatar

আপনি হয়তো কাহিনী শুনে থাকবেন যে যারা পাপ করে মৃত্যুর পর যম তাঁদের গরম তেলে ফেলে দেন। কিন্তু এই মানুষ একদম জীবিত, তাও আবার ফুটন্ত তেলে হাত ডুবিয়ে পকোড়া ভাজছেন! মাত্র তেরো সেকেন্ডের একটি ক্লিপ, যেখানে দেখা যাচ্ছে এক বর্ষীয়ান মহিলার সামনে ফুটন্ত তেলের কড়াই, আর তিনি সেখানে পকোড়া দিয়ে যাচ্ছেন ভাজার জন্য। চলুন আগে ভিডিও দেখি………………

ভিডিওটি ‘টিকটক’ এর ছিল যা এখন ব্যান। কিন্তু ফোনের স্টোরিতে ভিডিও থেকেই যায়। সেখান থেকেই ফার্স্ট উই ফিস্ট- এই ট্যুইটার অ্যাকাউন্ট থেকেইঅ প্রথমে শেয়ার হয়েছিল এই ভাইরাল টিকটক। নেটপাড়ার অধিকাংশ লোক বিস্ময়ের চোখে দেখে ভিডিওটি। এও কি সম্ভব! অবশ্য কেও কেও বলেন আঙুলে বাটার অর্থাৎ মাখন লাগিয়ে ওই মহিলা গরম তেলে হাত দিয়ে মুচমুচে পকোড়া ভাজছেন। অসংখ্য মানুষ মজার মজার কমেন্ট করলেও প্রায় সবাই কিংকর্তব্যবিমূঢ়।