দেশনিউজ

নভেম্বরে ভারতে আসছে আরও তিনটি রাফাল যুদ্ধবিমান

Advertisement

নয়াদিল্লি: লাদাখে এই মূহুর্তে তাপমাত্রা শূন্যের নিচে। তার মধ্যেই একইভাবে ভারত-চিন সীমান্তের অবস্থা উদ্বেগজনক হয়ে রয়েছে। আর এরই মধ্যে লাদাখ উত্তেজনার মধ্যেই ফ্রান্স থেকে ভারতে এসেছে ৫ রাফাল ফাইটার জেট। এবার আরও ৩টি রাফাল জেট আসছে ভারতে। জানা গিয়েছে, বায়ুসেনার শক্তি বাড়াতে ওই ৩ রাফাল ফাইটার জেট ভারতে আসছে আগামী ৫ নভেম্বর।

গত ২৯ জুলাই আবুধাবি হয়ে পাঞ্জাবের আম্বালা বায়ুসেনা ঘাঁটিতে এসেছে ৫ রাফাল জেট। ওইসব জেটকে অন্তর্ভূক্ত করা হয়েছে বায়ুসেনার ১৭ নম্বর স্কোয়াড্রনে। এদিকে, ফ্রান্সে ট্রেনিংয়ের জন্য ইতিমধ্যেই ৭টি রাফাল জেট ব্যবহার করছেন বায়ুসেনার পাইলটরা।

ইতিমধ্যেই ফ্রান্স থেকে মোট ৩৬টি রাফাল জেট কেনার চুক্তি করেছে ভারত। এর জন্য খরচ পড়বে ৫৯,০০০ কোটি টাকা। এখনও পর্যন্ত ভারতে এসেছে ৫ রাফাল। নভেম্বরে আসছে আরও ৩টি। আগামী এপ্রিল মাসে এসে যাবে আরও ১৬টি রাফাল ফাইটার জেট। ফলে ভারতের বায়ুসেনা আরও বেশি করে শক্তিশালী হবে বলে আশাবাদী প্রতিরক্ষামন্ত্রক। যেভাবে ভারত-চিন সীমান্তে উত্তেজনা বাড়ছে, সেখানে রাফাল যুদ্ধবিমানের অন্তর্ভুক্তিকরণ যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

Related Articles

Back to top button