Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

দীপাবলি ও ছট পুজো উপলক্ষে আরও ৪৬টি স্পেশাল ট্রেন চালাবে রেল

Updated :  Wednesday, October 28, 2020 7:10 PM

নয়াদিল্লি: এখনও লোকাল ট্রেন চালু হয়নি। এমনকি কেন্দ্রীয় সরকারের নির্দেশ অনুযায়ী নভেম্বর মাস পর্যন্ত লোকাল ট্রেন চলার কোনও সম্ভাবনাও নেই। কিন্তু আসন্ন উৎসব দীপাবলি ও ছট পুজো উপলক্ষে রাজ্যে আরও ৪৬টি স্পেশাল ট্রেন চালানোর কথা ঘোষণা করল রেলমন্ত্রক। তবে এই ট্রেনে যাত্রা করার জন্য আগে থেকে আসন সংরক্ষণ করতে হবে। না হলে এই স্পেশাল ট্রেনগুলিতে যাত্রা করা যাবে না বলে জানানো হয়েছে।

দীপাবলি ও ছট পুজোর জন্য টিকিটের চাহিদা ক্রমশ বাড়ছে। এই অতিরিক্ত ভিড় সামাল দিতেই স্পেশাল ট্রেন চালানো হবে। ১৮ নভেম্বর থেকে ২১ নভেম্বর পর্যন্ত ট্রেনগুলি চলবে। আর এর ফলে নিয়ন্ত্রন করা যাবে যাত্রীদের এমনটা মনে করা হচ্ছে। উৎসবের মরসুমে এই সুবিধা দেওয়াতে কিছুটা হলেও স্বস্তিতে সাধারণ মানুষজন।

তবে ভাড়া তেমন বেশি নেওয়া হবে না বলেই রেলমন্ত্রক সূত্রে জানানো হয়েছে। সাধারণের সুবিধার জন্য ন্যূনতম ভাড়া রাখা হবে বলে ঘোষণা করা হয়েছে। জানা গিয়েছে, রেলের নির্দিষ্ট জায়গা থেকে এই সকল ট্রেনের বুকিং করা হবে বলেও জানানো হয়েছে। এই সব বিশেষ ট্রেন চলবে কলকাতা, পাটনা, বারানসী, লখনউ থেকে শুরু করে আরও একাধিক শহর থেকে।