কলকাতানিউজবলিউডবিনোদন

শাহরুখকে জন্মদিনের শুভেচ্ছাবার্তা মুখ্যমন্ত্রীর

Advertisement

কলকাতা: আজ, মঙ্গলবার, ২ নভেম্বর। বলিউড বাদশা শাহরুখ খানের জন্মদিন। সকলের প্রিয়, পছন্দের, ভালবাসার, এসআরকে ৫৫-এ পা দিলেন। তাই সকাল থেকেই শুভেচ্ছাবার্তায় ভাসছেন নাইট কর্ণধর। তাঁর গুণমুগ্ধ ভক্তরা, তাঁর কলাকুশলীরা, এমনকি অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্বরাও ইতিমধ্যেই জন্মদিনের শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন কিং খানের উদ্দেশ্যে। আর এবার তাঁকে জন্মদিনের শুভেচ্ছাবার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মুখ্যমন্ত্রী শাহরুখকে জন্মদিনের শুভেচ্ছা দিয়ে টুইট করে লিখেছেন, ‘তোমার জন্মদিনে অনেক শুভেচ্ছা রইল। ‘চার্মিং ব্রাদার’, তোমার সুস্বাস্থ্য ও সাফল্য কামনা করি।’ আক্ষরিক অর্থেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বলিউড বাদশার সম্পর্ক দিদি-ভাইয়ের। কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব হোক বা রাজ্যের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়ার সুবাদে বিভিন্ন কারণে শহরের মুখ্যমন্ত্রী সংস্পর্শে আসা হোক, সবেতেই শাহরুখকে বহুবার মুখ্যমন্ত্রীকে সন্মান করতে দেখা গিয়েছে। এমনকি দিদিরা যেমন ভাইকে স্নেহের পরশ দিয়ে ভালোবাসা দেয়, ঠিক তেমনই মমতা বন্দ্যোপাধ্যায়েকেও শাহরুখ খানকে স্নেহ দিতে দেখা গিয়েছে। তাই ভাইয়ের জন্মদিনে স্বভাবসিদ্ধভাবে প্রত্যেক বছরের মতো এ বছরও দিদি মমতা বন্দ্যোপাধ্যায় শুভেচ্ছাবার্তা দিতে এতটুকু ভোলেননি।

প্রসঙ্গত, বলিউড বাদশার জন্মদিনের দিন মুম্বইয়ে শাহরুখের বাংলো মান্নতের সামনে উপচে পড়ে তার ভক্তকুলের ভিড়। কিন্তু এবারে সেই ভিড় আর চোখে পড়বে না। কারণ, করোনা পরিস্থিতির জন্য কিং খান নিজেই তাঁর ভক্তদের তাঁর বাংলোর সামনে জমায়েত না করার জন্য অনুরোধ জানিয়েছেন। তবে জমায়েত হোক বা না হোক, দেশের প্রত্যেক মেয়ের হার্টথ্রব যিনি, সেই শাহরুখ খানের আজ জন্মদিন। তাই জমায়েত না করেও সোশ্যাল মিডিয়ায় উপচে পড়ছে বাদশার জন্মদিনের শুভেচ্ছাবার্তা। সবকিছুই কার্যত মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যাচ্ছে। সকলের একটাই প্রার্থনা, ভাল থাকুক সকল ভালবাসার ‘বাজিগর’।

Related Articles

Back to top button