অন্যবারের তুলনায় এইবার বেশ অনেকটা দেরিতে বিদায় নিয়েছে বৃষ্টি। ফলে নভেম্বরের দিনের শুরুতে একটু শিরশিরানি অনুভব হলেও শীতের কোনও লক্ষণ প্রায় নেই বললেই চলে। একটাই প্রশ্ন এখন ঘুরছে বাঙালির মস্তিষ্কে, কবে শীত প্রবেশ করবে বঙ্গে ? এইবার এই প্রশ্নের উত্তর দিতেই মুখ খুললো হাওয়া অফিস। তাদের মতে, অপেক্ষার দিন শেষ, খুব শীঘ্রই বঙ্গে প্রবেশ করতে চলেছে শীত। স্বাভাবিকভাবে এই খবরে বেশ খুশি শীতপ্রেমী বাঙালি।
সম্প্রতি আবহাওয়া দপ্তর সূত্র হতে রিপোর্ট এসেছে যে আগামীকাল থেকেই কলকাতায় নামবে তাপমাত্রা। সাথে তাপমাত্রার পারদ নামবে দক্ষিণবঙ্গেও। ৪৮ ঘণ্টা পর থেকে তাপমাত্রা কমতে শুরু করবে উত্তরবঙ্গ তথা দার্জিলিং সহ আশেপাশের এলাকায়। ভোরের দিকে বেশ অনেকটাই শীত অনুভব করতে চলেছে শীত কাতুরে বাঙালি। তবে শীতের আমেজ হারিয়ে যাবে দুপুর হতে না হতেই। আজ আকাশ কিছুটা মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।
জানা গিয়েছে যে মঙ্গলবার অর্থাৎ আজকে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৪.৭ ডিগ্রি। সেখানেই বাতাসে বাষ্পের সর্বোচ্চ পরিমাণ থাকতে চলেছে ৯৫ শতাংশ।