অবসাদ নিয়ে মুখ খুললেন আমির ও রিনা দত্তের মেয়ে মেয়ে ইরা খান। বলিউডের মিস্টার পারফেকশনিস্ট মেয়ে হয়েও মানসিক অবসাদের শিকার ইরা। এইবারে তাঁর অবসাদের কারণ নিয়ে মুখ খুললেন ইরা নিজেই। নিজের ইন্সটাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন তিনি। ইরা এই ব্যপারে স্পষ্ট জানিয়েছিলেন যে তার বাবা আমির খান এবং মা রীনা দত্তের বিবাহ বিচ্ছেদ তাকে কোনওভাবেই ‘আঘাত’ দেয়নি, কারণ এটি একটি বন্ধুত্বপূর্ণ বিচ্ছেদ ছিল। তাহলে মানসিক অবসাদের কারণ? এই ব্যপারে ইরা তাঁর পূর্বের অভিজ্ঞতা শেয়ার করেছেন। বর্তমানে ইরার বয়স ২৩।
তিনি তাঁর ১৪ বছর বয়সের এক ঘটনা শেয়ার করেছেন ইন্সটাগ্রামে। ইরা বলেন, কৈশোরে মাত্র ১৪ বছর বয়সে যৌন হেনস্থার মুখোমুখি হন তিনি। যখন তাঁকে ওই খারাপ অভিজ্ঞতার মুখে পড়তে হয়, সে বিষয়ে ইমেল করে বাবা-মাকে তিনি সবকিছু জানিয়েছিলেন। এরপর ওই অন্ধকার পরিবেশ থেকে মা-বাবাই তাঁকে টেনে বর করে আনেন। এমনকি ইরা এও জানান যে ওই বয়সে তিনি প্রথম বুঝতে পারেননি যে যৌন হেনস্থা কী এবং কেন তাঁর সঙ্গে ওই ধরনের ঘৃন্য কাজ করা হয়েছে।
Ty Murray Net Worth Hits $6 Million — The Rodeo King’s Success Story Explained