দেশনিউজ

ভারত-বাংলাদেশ সীমান্তে গরু পাচার মামলার ঘটনায় ব্যবসায়ী এনামুল হককে গ্রেফতার করল সিবিআই

Advertisement

নয়াদিল্লি: ভারত-বাংলাদেশ সীমান্তে গরু পাচারের ঘটনা নতুন কিছু নয়। বছর বছর ধরে গরু পাচার নিয়ে দুই দেশের মধ্যে অন্তর্দ্বন্দ্ব রয়েছে। রাতের অন্ধকারে সীমান্তের কাঁটাতার দিয়ে দুই দেশের মধ্যে গরু পাচার করা হয়। ভারতীয় আইনে যা দণ্ডনীয় অপরাধ। আর এই মামলা দীর্ঘদিন ধরে চলছিল। অবশেষে গরু পাচার মামলায় দিল্লি থেকে ব্যবসায়ী এনামুল হককে গ্রেফতার করল সিবিআই।

আজ, শুক্রবার দিল্লির একটি বাড়ি থেকে বেরোনোর সময় তাকে হাতেনাতে ধরেন সিবিআই আধিকারিকরা। সঙ্গে সঙ্গে তাকে সিবিআই হেফাজতে নেওয়া হয়েছে। দফায় দফায় এনামুল হককে জেরা করা হবে বলে বিশেষ সূত্রের খবর। ভারত-বাংলাদেশ গরু পাচার কাণ্ডে এই ব্যবসায়ীর সঙ্গে আরও কোনও বিশাল বড় মাথার যোগসাজশ রয়েছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।

ধৃত এনামুল হককে জিজ্ঞাসা করে অনেক চাঞ্চল্যকর তথ্য উঠে আসবে বলেই আশাবাদী সিবিআই। দীর্ঘদিন ধরে চলা ভারত-বাংলাদেশ সীমান্তে গরু পাচার মামলার নিষ্পত্তি এই ব্যবসায়ীর হাত ধরেই হবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। পরবর্তী সময়ে এই ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদের পর ঘটনা কোন দিকে মোড় নেয়, এখন সেটাই দেখার।

Related Articles

Back to top button