নিউজপলিটিক্সরাজ্য

মে মাসে সরকারে থাকবে বিজেপি,টাকা চলে যাবে সরাসরি আপনার কাছে, বললেন অমিত শাহ

Advertisement

বাংলায় খুব শীঘ্রই আসতে চলেছে বিজেপি। ২০০ এর বেশি আসন নিয়ে আসবেন তারা। সল্টলেকের ইউডিসিতে এমনটাই শোনা গেল ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মুখে। বৃহস্পতিবার অর্থাৎ গতকাল বাঁকুড়ার কর্মীসভাতে টার্গেট বেঁধে দিয়েছিলেন অমিত শাহ। সেটাই এইদিন মনে করিয়ে দেন তিনি।

 

এইদিন বৈঠকে প্রাক্তন সর্ব্বভারতীয় সভাপতি অমিত শাহ বলেন,”মে মাসের পর আপনারা বিজেপি সরকারকে বাংলার সিংহাসনে দেখবেন। আমরা আসন্ন ভোটে নিশ্চিতভাবে ২০০ এর থেকে বেশি আসন নিয়ে পা রাখতে চলেছি বাংলায়। নরেন্দ্র মোদীর দিয়ে বহু আশা নিয়ে তাকিয়ে আছেন বাংলার মানুষ”।

 

কিন্তু তা কি আদতে সম্ভব? লোকসভা ভোটে ১৮ টি আসন পেয়েছিল গেরুয়া শিবির। সেই ১৮ টি আসন মানে ৭ টি বিধানসভা। যদি ৭ টি বিধানসভার সব আসন বিজেপি পায়। তবে তা ১২০-১৩০ হয়ে দাঁড়াবে। কোন হিসেবে তিনি দাবি করছেন ২০০ টি আসনের। সেই কথার পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্রমন্ত্রী মনে করিয়ে দেন,” আগেরবার লোকসভা ভোটের আগে ২২ টি আসনের কথা বলেছিলাম। তখন হেসেছিলেন আপনারা। আজ অন্তত আপনাদের হাসতে দেখছিনা আমি। সেই থেকে স্পষ্ট যে বিধানসভা ভোটে ২০০ এর বেশি আসন পাবে বিজেপি। বঙ্গে সরকার গড়ব আমরা”।

 

অন্যদিকে রাজ্য সরকারের দিকেও বোমা ছুঁড়তে দেখা যায় শাহকে। এইদিন তিনি বলেন যে রাজ্য সরকার কেন্দ্রীয় প্রকল্পগুলির রূপায়ন করেনি। যার ফল ভুগতে হয়েছে বাংলার মানুষকে। তার জেরেই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে বাংলার মানুষদের। তিনি আরও বলেন,” কেন্দ্রীয় আয়ুষ্মান যোজনায় ৫ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসার খরচ দেওয়া হয় সাধারণ মানুষদের। অথচ সেটাও বাংলায় চালু হয়নি। অন্য সব রাজ্যে কিষাণ যোজনার টাকা কৃষকদের ঘরে পৌঁছে যায়। কিন্তু সেটাও পায়না বাংলার কৃষকেরা”।

 

অন্যদিকে তিনি গভীর সমালোচনা করেন তৃণমূল সরকারের। শাহ বলেন,”বাংলার মুখ্যমন্ত্রী প্রতি মাসেই চিঠি লিখে টাকা চান। আর সেট টাকা চলে যায় ক্যাডারদের হাতে। কিন্তু তা মে মাস থেকে আর হবেনা। টাকা পাবেন সরাসরি আপনি। কারণ তখন সরকারে থাকবে বিজেপি”।

Related Articles

Back to top button