আন্তর্জাতিকনিউজ

দেশে করোনা পরিস্থিতি লাগামছাড়া, এরইমধ্যে জমায়াতের অনুমতি দিল পাক সরকার

Advertisement

লাহোর: যত দিন যাচ্ছে, ততই পাকিস্থানে করোনা সংক্রমণ বেলাগাম হচ্ছে। আর এই লাগামছাড়া পরিস্থিতিতে জমায়েতের অনুমতি দিল ইমরান খানের সরকার। শুক্রবার থেকে পাকিস্তানে তিনদিনের ধর্মীয় সভা শুরু হয়েছে। আর সেই সভাতেই জমায়েত করার অনুমতি দিয়েছে পাকিস্তান সরকার। যদিও করনবিধি এবং সামাজিক দূরত্ববিধি মেনেই এই জামায়েত করা হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে।

তবে এই জমায়েতে কোনওভাবেই শিশু এবং বয়স্করা প্রবেশ করতে পারবে না বলে পাক সরকারের পক্ষ থেকে কড়া নির্দেশ জারি করা হয়েছে। অর্থাৎ এই নির্দেশের পরিপ্রেক্ষিতে বোঝা যাচ্ছে ইমরান খানের সরকার যথেষ্টভাবে ওয়াকিবহাল যে, এত বিশাল জমায়াতের ফলে করোনার সংক্রমণ দেশে বাড়ার সম্ভাবনা প্রবল। তাই শিশু ও বয়স্কদের এই জমায়েত থেকে দূরে সরিয়ে রাখার নির্দেশ দিয়েছে। কিন্তু প্রশ্ন হল, সম্ভাবনা আছে জেনেও কেন এই জমায়েতের অনুমতি দিল পাকিস্তান সরকার? এই নিয়েই এখন জলঘোলা হচ্ছে আন্তর্জাতিক রাজনৈতিক মহলে।

Related Articles

Back to top button