Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

আইএসএল খেলার জন্য কলকাতার প্রধান দুই দলকে শুভেচ্ছাবার্তা দিলেন সুনীল ছেত্রী

Updated :  Saturday, November 7, 2020 8:01 PM

কলকাতা: আইএসএলে ঢাকে কাঠি পড়ে গিয়েছে। আগামী ২০ নভেম্বর থেকে এ বছরের আইএসএল শুরু হতে চলেছে। প্রত্যেক বছর থেকে এ বছরের আইএসএল অনেক বেশি আকর্ষণীয় ও অনেক বেশি উত্তেজনাপূর্ণ। কারণ, এই বছর ইস্টবেঙ্গল এবং মোহনবাগান আইএসএল খেলতে চলেছে। যদিও মোহনবাগান অ্যাটলেটিকো দি কলকাতা অর্থাৎ এটিকের সঙ্গে জুটি বেঁধে খেলবে। আর কলকাতার দুই প্রধানকে আইএসএল খেলার আগেই অভিনন্দন জানালেন ভারতীয় ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রী।

ভারতের ফুটবল দলের অধিনায়ক দুই দলকে অভিনন্দন জানিয়ে বলেছেন, ‘বাংলার ফুটবলের ঐতিহ্যবাহী দল ইস্টবেঙ্গল এবং মোহনবাগান। এই দুই দল ছাড়া কোনও টুর্নামেন্টে ভাবাই যায় না। তাই এই দুই দল আইএসএল খেললে টুর্নামেন্ট অন্য মাত্রা যোগ হবে। আশা করব, এই দুই দল খুব ভাল পারফর্ম করবে। দুই দলকেই আমার শুভেচ্ছা রইল।’