ছাত্রীর আত্মহত্যার ঘটনাকে কেন্দ্র করে রাহুলের নিশানায় মোদি সরকার

নয়াদিল্লি: তেলেঙ্গানার এক ছাত্রীর আত্মহত্যার ঘটনাকে কেন্দ্র করে মোদি সরকারকে ফের কটাক্ষ করলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। দিল্লির লেডি শ্রীরাম কলেজে ওই ছাত্রী পড়াশোনা করতেন। কিন্তু হঠাৎই আত্মহত্যার পথ বেছে…

Avatar

নয়াদিল্লি: তেলেঙ্গানার এক ছাত্রীর আত্মহত্যার ঘটনাকে কেন্দ্র করে মোদি সরকারকে ফের কটাক্ষ করলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। দিল্লির লেডি শ্রীরাম কলেজে ওই ছাত্রী পড়াশোনা করতেন। কিন্তু হঠাৎই আত্মহত্যার পথ বেছে নেন তিনি। এই খবর প্রকাশ্যে আসা মাত্র সেই খবরকে হাতিয়ার করে রাহুলের নিশানায় ফের একবার বিজেপি সরকার।

রাহুল ছাত্রীর আত্মহত্যা সংক্রান্ত খবর নিজের টুইটার অ্যাকাউন্টে শেয়ার করে লিখেছেন, ‘অত্যন্ত শোকের সময় ওই ছাত্রীর পরিবারকে আমি আমার সমবেদনা জানাই। জেনে-বুঝে নোটবাতিল এবং লকডাউনের মাধ্যমে বিজেপি সরকার দেশের অগণিত পরিবারকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে। এটাই সত্যি, এটাই বাস্তব।’

রাহুল ছাত্রীর আত্মহত্যা সংক্রান্ত যে খবর টুইটারে শেয়ার করেছেন, তাতে লেখা রয়েছে, তেলেঙ্গানা থেকে আসা দিল্লির লেডি শ্রীরাম কলেজে পড়া ওই ছাত্রী পরিবারের আর্থিক সংকটের কারণে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। আর এই খবরকেই কার্যত হাতিয়ার করে পুনরায় মোদি সরকারকে কটাক্ষ করেছেন সনিয়া-পুত্র। যদিও এর পরিপ্রেক্ষিতে বিজেপির পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।