সদ্য তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন মমতা ব্যানার্জির একসময়ের বিশ্বস্ত সেনাপতি, কলকাতার প্রাক্তন মেয়র শোভন চ্যাটার্জি। তারপরেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেছেন তিনি। একদা মমতা ব্যানার্জির অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন শোভন চ্যাটার্জি। তিনি বলেন, “এখন তিনি আমরা নৈতিকতা নিয়ে প্রশ্ন তুলছে। এই মমতা বন্দ্যোপাধ্যায়ই তো রত্নাকে ডিভোর্স দিতে বলেছিলেন। তিনিই আমকে বলেছিলেন, তুই এখনই ঘর ছাড়, রত্নার মতো মেয়ের সঙ্গে তুই সংসার করতে পারবি না।”
আগে এই প্রাক্তন মেয়রের স্ত্রী রত্না বলেছিলেন, ‘‘একদম ছোট বয়স থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে রাজনীতিতে এসেছিলেন। মমতার হাত ধরেই কাউন্সিলর থেকে বিধায়ক হয়েছেন। মমতাদি ওঁকে অনেক বোঝানোর চেষ্টা করেছিলেন। ফিরে আসতে বলেছিলেন। কিন্তু উনি আসেননি। উনি যে অনৈতিক কাজ করছিলেন, তা মমতাদি মেনে নিতে পারেননি। তাই হয়তো শোভনবাবু বিজেপিতে চলে গিয়েছেন।’’