ফুলশয্যার রাতে জুটেছিল মশার কামড়, কেমন ছিল শাহরুখ-গৌরীর বিয়ের প্রথম রাত?

তখনও 'কিং খান' হয়ে উঠতে পারেননি শাহরুখ। সকলের কাছে ছিলেন শুধুই শাহরুখ। বলিউডে সবে মাত্র পা তারপরেই প্রেম গৌরীর সঙ্গে। সেই প্রেমের পথও সহজ ছিল না। গৌরীর পরিবার শাহরুখকে জামাই…

Avatar

তখনও ‘কিং খান’ হয়ে উঠতে পারেননি শাহরুখ। সকলের কাছে ছিলেন শুধুই শাহরুখ। বলিউডে সবে মাত্র পা তারপরেই প্রেম গৌরীর সঙ্গে। সেই প্রেমের পথও সহজ ছিল না। গৌরীর পরিবার শাহরুখকে জামাই হিসেবে কখনোই পছন্দ করতেন না। তাই তাঁদের বিয়ের আগে এক বড় রঙ্গমঞ্চ তৈরি হয়ে গিয়েছিল। পরিবারের বিরুদ্ধে গিয়ে শাহরুখের সঙ্গে বিয়ের গাঁটছড়া বাঁধেন গৌরী।

ফুলশয্যার রাতে জুটেছিল মশার কামড়, কেমন ছিল শাহরুখ-গৌরীর বিয়ের প্রথম রাত?

বলিউডের সাইড রোল করতেন তখন শাহরুখ, ঠিক সেই সময় ঘরে লক্ষ্মী আনেন কিং খান। ভরে ওঠে ঘর। কেরিয়ার গিয়ে পৌঁছায় উচ্চ শিখরে। ধীরে ধীরে শাহরুখ থেকে হয়ে ওঠেন ‘বাদশা’, ‘কিং খান’। বর্তমানে তিন সন্তানের বাবা-মা এই দুই সেলেব জুটি। কিন্তু এঁদের বিয়ের প্রথম রাতের গল্প জানেন?

ফুলশয্যার রাতে জুটেছিল মশার কামড়, কেমন ছিল শাহরুখ-গৌরীর বিয়ের প্রথম রাত?

কেরিয়ারের শুরুর দিকেই বিয়ে তাই যখনই কল টাইম থাকত তখনই শাহরুখকে সেটে উপস্থিত হতে হত। রাত হোক বা দিন যেকোনো সময় কল আসতে পারে। ব্যস, সেদিন ছিল বিয়ের প্রথম রাত। ফুলশয্যার রাত। এইদিনেও সেই ‘কল’ শাহরুখ কে বাড়ি ছাড়া করে। হেমা মালিনির সঙ্গে সেদিন একটা সিনেমার শ্যুটিং ছিল শাহরুখের, তাও আবার রাতে। ব্যাস নতুন বউ কে নিয়েই সেটে হাজির হন তিনি। ছোট্ট একটা পার্ট ছিল এদিন কিং খানের। কথা ছিল ওই পার্ট টুকু করেই বেড়িয়ে আসবে।

ফুলশয্যার রাতে জুটেছিল মশার কামড়, কেমন ছিল শাহরুখ-গৌরীর বিয়ের প্রথম রাত?

হ্যাঁ বেড়িয়ে আসেন ঠিকই সেদিনের শ্যুটিং শেষ করে, কিন্তু এসে দেখেন সদ্য বিয়ে হওয়া বউ তখন ঘুমে ঢলছে আর মশার কামড় খাচ্ছে। মশার কামড়ে নাজেহাল গৌরী সেদিন শাহরুখকে দেখেই একগাল হাসে। কোন অভিযোগই ছিল না তাঁর মুখে। স্বামীর পাশে কিভাবে দাঁড়াতে হয় তা গৌরী আগেও বুঝিয়েছেন এখনও শক্ত প্রহরীর মত কিং খানকে ভালবাসায় আগলে রেখেছেন। অবশ্য শাহরুখও গৌরীর অবদান কখনো ভোলেননি। আজও এই জুটির প্রেম অটুট।

ফুলশয্যার রাতে জুটেছিল মশার কামড়, কেমন ছিল শাহরুখ-গৌরীর বিয়ের প্রথম রাত?

About Author