নিউজরাজ্য

আমফানের ক্ষতিপূরণ বাবদ রাজ্যকে বিপুল অর্থের সাহায্য কেন্দ্রের

Advertisement

কলকাতা: উৎসবের মরশুমে রাজ্যবাসী গা ভাসালেও আমফানের স্মৃতি এখনও সবার মনে টাটকা রয়ে গিয়েছে। আমফানে ক্ষতিগ্রস্ত হওয়া জেলাগুলিকে অনুদান দেয়নি কেন্দ্র, এমন অভিযোগ এনেছিল রাজ্য সরকার। তবে এবার অবশেষে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে আমফানের জন্য ক্ষতিপূরণ দেওয়া হল রাজ্য সরকারকে। আজ, শুক্রবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নেতৃত্বে এক উচ্চস্তরের বৈঠক শেষে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে শুধু এ রাজ্য নয়, দুর্যোগ মোকাবিলায় ক্ষতিপূরণ বাবদ দেশের মোট ছ’টি রাজ্যকে আর্থিক সাহায্য করার কথা ঘোষণা করেছে কেন্দ্র। তবে সেই ছয় রাজ্যের মধ্যে সবচেয়ে বেশি আর্থিক সাহায্য বাংলা পাচ্ছে। এমনটাও কেন্দ্রের তরফ থেকে দাবি করা হয়েছে। আমফানের ক্ষতিপূরণ বাবদ বাংলাকে কেন্দ্রের তরফ থেকে আর্থিক সাহায্য বাবদ  ২ হাজার ৭০৭ কোটি ৭৭ লক্ষ টাকা দেওয়ার কথা ঘোষণা করেছে।

পাশের রাজ্য ওড়িশাকেও দেওয়া হচ্ছে প্রায় ১২৮ কোটি টাকা। এছাড়া সাইক্লোন নিসর্গের হানায় ক্ষতিগ্রস্ত মহারাষ্ট্রকে প্রায় ২৬৮ কোটি, বন্যা মোকাবিলায় কর্ণাটককে প্রায় ৫৭৭ কোটি, মধ্যপ্রদেশকে প্রায় ৬১১ কোটি এবং সিকিমকে প্রায় ৮৭ কোটি টাকা দেওয়া হচ্ছে। সব মিলিয়ে মোট ৬টি রাজ্য কেন্দ্রের থেকে সাহায্য পাচ্ছে মোট ৪ হাজার ৩৮১ কোটি টাকার। যার মধ্যে বেশিরভাগ টাকাটাই আসতে চলেছে এ রাজ্যে। তবে একুশের ভোটের আগে রাজ্যকে আমফানের জন্য ক্ষতিপূরণ দিয়ে আমজনতার মন জয় করতে চাইছে বিজেপি, এমনটাও মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।

Related Articles

Back to top button