নিউজরাজ্য

আনলক পর্ব শুরু হলেও এখনও স্তব্ধ দার্জিলিংয়ের ট্রয় ট্রেন

Advertisement

দার্জিলিং: করোনা পরিস্থিতির কারণে দীর্ঘ লকডাউনের জেরে দেশ জুড়ে ট্রেন পরিষেবা বন্ধ ছিল। আনলক প্রক্রিয়া ধীরে ধীরে চালু হওয়ার পরে আনলক ফাইভে এসে মেট্রো পরিষেবা চালু হলেও লোকাল ট্রেন পরিষেবা বন্ধ ছিল। মাত্র দু তিন দিন আগে রাজ্যে লোকাল ট্রেনের চাকা গড়িয়েছে। কিন্তু এখনও স্তব্ধ হয়ে রয়েছে দার্জিলিংয়ের ট্য় ট্রেনের চাকা।

অনেক বোঝাপড়া পর্যালোচনার পর অবশেষে লোকাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য-রেল দু’পক্ষই। কিন্তু পাহাড়কে ফিরিয়ে আনা নিয়ে এখনও পর্যন্ত কোনও ইতিবাচক সিদ্ধান্ত নিয়ে উঠতে পারেনি। এমনকি এ বিষয়ে কোনও ভ্রুক্ষেপ আছে বলেও মনে করছে না পাহাড়বাসী। দার্জিলিংয়ের অধিকাংশ স্থানীয় মানুষের পক্ষে কথা বলেছেন। কিন্তু তাতে কার কি যায় আসে। কারোর কোনও হুশ নেই।

দীপাবলির মরশুমে অনেকেই পাহাড়মুখি হচ্ছে। আস্তে আস্তে পর্যটনশিল্প পাহাড়ে ফিরে আসছে। সেক্ষেত্রে টয় ট্রেন দার্জিলিংয়ের পর্যটন শিল্পের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। এমনকি স্থানীয় মানুষদের কাজের ক্ষেত্রেও টয় ট্রেনের আওয়াজ উদ্বুদ্ধ করে তোলে। তা সত্বেও রাজ্য সরকার এখনও পর্যন্ত অনুমতি দিচ্ছে না, এটাই ভাবাচ্ছে দার্জিলিংকে। এমনকি পর্যটকরাও রাজ্য সরকারের কাছে অনুরোধ করেছেন অচিরেই টয় ট্রেনকে ফিরিয়ে দেওয়ার জন্য। রাজ্য সরকার পরবর্তী সময় কী সিদ্ধান্ত নেয়, এখন সেটাই দেখার।

Related Articles

Back to top button