Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

চার পায়ে হেঁটে বেড়াচ্ছে বেবি ডাইনোসর, ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও সোশ্যাল মিডিয়ায়

Updated :  Saturday, November 14, 2020 10:02 AM

চার পায়ে হাঁটছে ইয়া বড় বেবি ডাইনোসর। বেবি হলেও সে আয়তনে বিশাল কিছু। ফ্লোরিডার রাস্তায় হেঁটে বেড়াচ্ছে সে। এমনিতেই ফ্লোরিডায় অ্যালিগেটর দেখা যায় হামেশাই। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার হয়েছে। ভিডিওটি ফ্লোরিডার নাপলসের। আগে ছবি দেখুন।

বিশালাকার কুমির দেখে অবাক হয়েছেন সকলে। চার পায়ে সে হেঁটে চলেছে। তাঁকে দেখতে অনেকটা বেবি ডাইনোসারের মতন। কিন্তু কিছু মানুষ বলছেন এটি ফেক। এটি ক্যামেরার কারসাজি। এই খবর ছড়াতেই উত্তেজনা শুরু হয়। চলুন ভিডিওটি দেখে নিই।

কিন্তু ভিডিওটি একেবারেই নকল নয়। এই কুমির বা অ্যালিগেটর প্রজাতির প্রাণীটির পা গুলি স্বাভাবিকের থেকে অনেকটা বেশি লম্বা। দেখলে বেবি ডাইনোসর মনেই হতে পারে। যারা ভেবেছিলেন এটা ক্যামেরার কারচুপি তাঁরাও স্বীকার করেছেন যে এটা সত্যি।

কুমির সাধারণত শুয়ে শুয়েই চলে কিন্তু এই দৈত্যাকার প্রাণী চার পায়ে হেঁটে চলেছে। একে দেখে অনেকটা বেবি ডাইনোসর মনে হচ্ছে। সম্প্রতি এই ভিডিও এখন ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।