নয়াদিল্লি: ২০১৪ লোকসভা ভোটে কংগ্রেস সভাপতির আসন থেকে বিজেপির বিরুদ্ধে তোপ দাগতে দেখা গিয়েছিল, সেভাবে কিন্তু ফলের মুখ দেখেনি কংগ্রেস। গত লোকসভা নির্বাচনের পর থেকেই কংগ্রেস নিজেদের জমি একটু একটু করে হারাতে শুরু করেছে। সেই সময়ই কার্যত দলকে চিঠি পাঠিয়ে সতর্ক করেছিলেন কংগ্রেস নেতা কপিল সিব্বল। কিন্তু তাতেই দলীয় নেতৃত্বদের অসন্তোষের মুখে পড়তে হয়েছিল তাকে। বিহারের ভোটের ফলে দেখা গিয়েছে, যেখানে অপ্রত্যাশিতভাবে ভাল ফল করেছে, সেখানেও কার্যত ফিকে হয়ে গিয়েছে জোড়া হাতের শক্তি। আর তাই আবারও দলকে সতর্ক করার জন্য সরব হলেন কপিল সিব্বল।
এক সর্বভারতীয় সংবাদপত্রকে সাক্ষাৎকার দেওয়ার সময় এ প্রসঙ্গে কপিল সিব্বল বলেছেন, ‘নীতিশ কুমারের বিকল্প হিসেবে কংগ্রেসকে বেছে নিত না বিহার। নীতিশ কুমারের বিকল্প হিসেবে আরজেডিকেই বেছে নেবে সবসময় বিহার। কংগ্রেসের সেখানে কোনও অস্তিত্ব আর নেই। এমনকি গুজরাটের উপনির্বাচনে আসন পেতে ব্যর্থ হয়েছে কংগ্রেস। নির্বাচনের আগে সামান্য দেওয়াল লিখন সম্পন্ন করতে পারছে না দল। এর কাছে কীভাবে নিজের অস্তিত্ব রক্ষা করবে সেটাই এখন সংশয়ের। লোকসভা উপনির্বাচনেও একটি আসন জিততে ব্যর্থ হয়েছি আমরা৷ উত্তরপ্রদেশে কোনও কোনও আসনে কংগ্রেস ২ শতাংশের কম ভোট পেয়েছে৷’ এভাবেই দলের প্রতি অসন্তোষ প্রকাশ করেছেন কংগ্রেস নেতা।