Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

অবস্থা আরও সঙ্কটজনক! জেনে নিন কেমন আছেন প্রাক্তন অর্থমন্ত্রী অরুণ জেটলি!

Updated :  Saturday, August 17, 2019 7:45 PM

প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলির শারীরিক অবস্থা সংকটজনক। গত ৯ আগস্ট তিনি অসুস্থতা অনুভব করায় দিল্লির এইমসে ভর্তি করা হয় তাঁকে। শ্বাসকষ্টের অভিযোগ ছিল অরুণ জেটলির। শুক্রবার তাঁর শারীরিক অবস্থার আরও অবনতি হতে শুরু করে৷ প্রাক্তন অর্থমন্ত্রীর ফুসফুসে সংক্রমণ হাওয়ার কারণে তাঁর শারীরিক অবস্থা কিছুটা স্থিতিশীল হওয়ার পরেও ফের অবনতি দেখা যায়৷ আগে থেকেই ভেন্টিলেটরে রাখা হয়েছিল তাঁকে। তবে জানা গিয়েছে যে তাঁর শারীরিক অবস্থা আরও খারাপ হওয়ায় ভেন্টিলেটর থেকে সরিয়ে ইসিএমও অর্থাৎ এক্সট্রাকর্পোরিয়াল মেমব্রেইন অক্সিজেনশনে রাখা হয়েছে এই বিজেপি নেতাকে।

প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রাজ্যবর্ধন সিং রাঠোর, এয়ার চিফ মার্শাল বীরেন্দ্র সিং ধনোয়া, বিজেপি নেতা সতীশ উপাধ্যায় প্রাক্তন অর্থমন্ত্রীকে দেখতে হাসপাতাল যান। এছাড়া কংগ্রেস নেতা অভিষেক মনু সিংভিও তাঁকে হাসপাতালে দেখতে যান। এর আগে শুক্রবার কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ ও হর্ষ বর্ধন, উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং অন্যান্য সিনিয়র মন্ত্রীরা এইমস গিয়েছিলেন।