আসন্ন বাংলা বিধানসভা নির্বাচনের আগে গেরুয়া শিবির তাদের প্রস্তুতিতে কোনো খামতি রাখতে চায় না। বিহারে জয়লাভের পর নয়া উদ্যোগে বিজেপি নেতা কর্মীরা বাংলা জয়ের উদ্দেশ্যে ঝাঁপিয়ে পড়েছে। অবশ্য আগের বছরের লোকসভা ভোটের ফলাফলের পর আসন্ন বিধানসভা ভোটে বিজেপি যে সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়বে, তা অনেক আগে থেকেই অনুমান করা গিয়েছিল। বাংলা জয়ের লড়াইয়ে সামনে থেকে সরাসরি নেতৃত্ব দেবেন দলের দুই শীর্ষ নেতা অমিত শাহ এবং জে পি নাড্ডা। এমনকি তারা সরাসরি পশ্চিমবঙ্গে এসে দলের কাজের দেখাশোনা করবে বলে জানা গিয়েছে।
সম্প্রতি বাংলাকে পাঁচটি জোনে ভাগ করে বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব ৫ কেন্দ্রীয় পর্যবেক্ষকের টিম পাঠিয়েছে। ইতিমধ্যে তারা কাজেও নেমে পড়েছে। কিন্তু তাতেই থেমে যেতে চায় না বিজেপি। তারা নির্বাচনের আগে কোনরকম খামতি রাখতে চায় না। তাই প্রচারের গুরু দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছে খোদ বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব। প্রচারের ঝড় তুলতে শহরে আসছেন অমিত শাহ এবং জে পি নাড্ডা। ভোটের আগে প্রত্যেক রাজ্যবাসীর সমস্যা জানতে চায় তারা।
অমিত শাহ এবং জে পি নাড্ডার রাজ্যে এসে সরাসরি নেতৃত্ব দেওয়ার কথা জানিয়েছেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেছেন প্রতি মাসেই নিয়ম করে পশ্চিমবঙ্গে আসবেন তারা। অমিত শাহ প্রতি মাসে অন্তত ২ দিন এবং জে পি নাড্ডা কমপক্ষে মাসে ৩ দিন থেকে প্রচারের কাজে দেখাশোনা করবেন। যদিও তাদের রাজ্যে আসার চরম সময়সূচী এখনও স্থির হয়নি। বাংলা দখলের লড়াইয়ে এবার গেরুয়া শিবির যে তাদের সর্বশক্তি দিয়ে লেগে পড়বে তা নিয়ে আর কোন সন্দেহ নেই।