Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

ঐশ্বর্যর চোখে জল, শাশুড়ি-বৌমার সম্পর্ক নিয়ে মুখ খুললেন জয়া, ভাইরাল হল ভিডিও

Updated :  Wednesday, November 18, 2020 10:07 PM

গুঞ্জন উঠেছিলো জয়া বচ্চন নাকি বউমা ঐশ্বর্যের উপর ভীষণ খাপ্পা। শাশুড়ি-বউমার সম্পর্ক একদম আদায় কাঁচকলায়। এমনকি ঐশ্বর্য নাকি জয়ার জন্য ঘর ছেড়ে অভিষেক ও আরাধ্যাকে নিয়ে অনত্র্য থাকতেন। তবে বিবাদের কারণ কি তা স্পষ্ট নয়। গুঞ্জনে এও এসেছিলো যে ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ সিনেমা নিয়ে জয়া বচ্চন কড়া ভাষায় শাসন পর্যন্ত করেছেন ঐশ্বর্যকে। ঘরোয়া অশান্তি নাকি লেগেই রয়েছে নিত্যদিন৷

সম্প্রতি জয়া বচ্চনের একটি পুরনো ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। সেখানে জয়া ঐশ্বর্যের প্রশংসায় পঞ্চমুখ। জয়া সেদিন বলেছিলেন- ‘আমি আবারও শাশুড়ি হতে চলেছি এবং এটি দুর্দান্ত হতে চলেছে৷ ঐশ্বর্য খুব ভাল মেয়ে, যার মধ্যে যথেষ্ট মূল্যবোধ রয়েছে৷ ফলে আমি খুবই গর্বিত এবং ওর সুন্দর হাসি আমার মন ভরিয়ে দেয়। আমি ঐশ্বর্যকে আমাদের পরিবারে স্বাগত জানাই এবং ওকে আমি অনেক ভালবাসি’। দেখুন সেই ভিডিও……………

এই ভিডিও ২০০৭ এর। ২০২০ তে পুনরায় ভাইরাল হয়েছে। যেখানে জয়া বচ্চন তাঁর পুত্রবধুর প্রশংসায় পঞ্চমুখ। ২০০৭ এর পরেও ‘কফি উইথ করণ’ শো-তে এসে জয়া বচ্চন খুব প্রশংসা করেছিলেন ঐশ্বর্যর। তিনি বলেছিলেন, ‘আমি ঐশ্বর্যকে খুবই ভালোবাসি। সব সময়ই ওকে ভালোবেসেছি। বাড়িতে ওর মতো একজন তারকা বউকে আমার দারুণ ভালো লাগে ভাবলে। ও খুবই সাধারণ। আমরা সবাই একসঙ্গে খুবই মজা করে থাকি।’ সম্প্রতি এও শোনা যাচ্ছে যে জয়া বচ্চনের বায়োপিক হলে তাতে শাশুড়ির ভুমিকায় ঐশ্বর্য নাকি নিজেই পাঠ করবেন।