বেঙ্গালুরু: আজ, বৃহস্পতিবার বেঙ্গালুরুতে প্রযুক্তির সম্মেলনের উদ্বোধনে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে প্রযুক্তিগত বিষয়ের পাশাপাশি করোনা ভাইরাস নিয়ে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। আগামী বেশ কয়েকদিন এই সম্মেলনে বেঙ্গালুরুতে চলবে, যার সূচনা হয়ে গেল নরেন্দ্র মোদির হাত দিয়ে।
প্রধানমন্ত্রী প্রযুক্তি সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে বলেন, ‘আমাদের দেশ প্রতিভাবান দেশ। এই দেশেই রাষ্ট্রনেতারা আমাদের স্বাধীনতা দিয়েছে। এই দেশে আচার্য জগদীশচন্দ্র বসুর মতো বিজ্ঞানী জন্মেছেন। তাই এই দেশের যুব সম্প্রদায় যথেষ্ট প্রতিভা রাখে প্রযুক্তিগত দিক থেকে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আগামী দিনে প্রযুক্তি নিয়ে ছেলে-মেয়েরা আরও বেশি করে পড়াশোনা করুক, এমনটাই কামনা করি। বর্তমান পরিস্থিতিতে প্রযুক্তিগত ভাবনাচিন্তা নিয়ে এগোতে হবে, তা না হলে বিশ্বের দরবারে দেশমাতৃকাকে সফলতা এনে দিতে পারব না। তাই আমাদের দেশে প্রতিভাকে প্রযুক্তিগত কাজে যত বেশি সম্ভব লাগাতে হবে।’
India is uniquely positioned to leap ahead in the information era. We have the best minds as well as the biggest market. Our local tech solutions have the potential to go global. It is time for tech-solutions that are Designed in India but Deployed for the World: PM Narendra Modi pic.twitter.com/MPWutvTV3O
— ANI (@ANI) November 19, 2020
এর পাশাপাশি তিনি এদিন করোনা ভাইরাস সম্পর্কেও মন্তব্য করেন। দেশে বর্তমানে ৮৮ লাখ করোনা আক্রান্তের সংখ্যা ছাড়িয়ে গিয়েছে। দিল্লিতে করোনার তৃতীয় ঢেউ চলছে। এমন অবস্থায় বেঙ্গালুরুতে প্রযুক্তি সম্মেলনের উদ্বোধনে প্রধানমন্ত্রী বলেন, ‘করোনা ভাইরাস বা করোনার এই ভীতি অবস্থা শেষ নয়, রাস্তায় চলার পথে এটা একটা বাধা মাত্র, যা আমরা অনেকটাই কাটিয়ে উঠেছি। আগামী দিনে আপনারা একইরকমভাবে সচেতন থাকলে, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী সকলের সহায়তা থাকলে আমরা আরও বেশি করে করোনাকে হারাতে পারব। তাই এটাকেই শেষ ভেবে ভয় পাবেন না। বরং বাধা ভেবে সেই বাধা কাটিয়ে সামনের দিকে এগিয়ে চলুন।’ প্রযুক্তি সম্মেলনের উদ্বোধনের মঞ্চ থেকে প্রধানমন্ত্রীর বক্তব্য তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।
Through technology, we have enhanced human dignity. Millions of farmers received monetary support in one click. At the peak of the #COVID19 lockdown, it was technology that ensured that India's poor received proper and quick assistance: Prime Minister Narendra Modi https://t.co/zJHpPgxMvK
— ANI (@ANI) November 19, 2020