Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

সপ্তাহে ছ’দিন বিমান ওঠানামা করুক, আর্জি জানিয়ে রাজ্যকে চিঠি এয়ারপোর্ট অ্যাডভাইজরি কমিটির

Updated :  Saturday, November 21, 2020 4:37 PM

কলকাতা: দীর্ঘ টানাপোড়েনের পর অবশেষে চলতি মাসে লোকাল ট্রেন চালু হয়েছে রাজ্যে। কিন্তু এখনও পর্যন্ত স্বাভাবিক ছন্দে ফেরেনি বিমান পরিষেবা। আর তাই দেশের ছয় রাজ্যে সপ্তাহের ছ’দিন বিমান ওঠানামা করার আর্জি জানিয়ে রাজ্যকে চিঠি দিল এয়ারপোর্ট অ্যাডভাইজারি কমিটি। রাজ্য সরকারের তরফে মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে এই চিঠি দিয়েছেন এয়ারপোর্ট অ্যাডভাইজারি কমিটির চেয়ারম্যান তথা সাংসদ সৌগত রায়। যদিও রাজ্য সরকার এখনও পর্যন্ত সবুজ সংকেত এ বিষয়ে দেয়নি।

বর্তমানে দিল্লি, মুম্বই, চেন্নাই, পুনে, আহমেদাবাদ এবং নাগপুর থেকে উড়ান আসছে কলকাতায়। তবে সেটা প্রতিদিন নয়, সপ্তাহে তিনদিন এই বিমান পরিষেবা আপাতত পাওয়া যাচ্ছে। কিন্তু তিনদিনের বদলে সপ্তাহের ছ’দিন এই বিমান পরিষেবা যাতে দেওয়া সম্ভব হয়, সে বিষয়ে রাজ্য সরকারকে চিঠি দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে চিঠিতে বলা হয়েছে, উড়ান সংস্থা এবং ট্রাভেল এজেন্ট অ্যাসোসিয়েশন চাইছে যে, সপ্তাহে ছ’দিন বিমান ওঠানামা করুক। কিছুদিন আগে এয়ারপোর্ট অ্যাডভাইজারি কমিটি একটি বৈঠক করে। সেখানেই রাজ্যকে চিঠি পাঠানো নিয়ে আলোচনা হয় এবং তার পরিপ্রেক্ষিতেই রাজ্য সরকারকে চিঠি দেওয়া হয়েছে।

এ প্রসঙ্গে এয়ারপোর্ট অ্যাডভাইজারি কমিটির চেয়ারম্যান তথা সাংসদ সৌগত রায় বলেছেন, ‘কোভিড সংক্রমণ ঠেকাতে রাজ্য সরকার একাধিক ব্যবস্থা গ্রহণ করেছিল। সেইসব ব্যবস্থার মধ্যে বিমান চলাচল নিয়ন্ত্রণের বিষয়টিও ছিল। এখন ধীরে ধীরে পরিষেবা স্বাভাবিক করা হচ্ছে। ফলে সব দিক খতিয়ে দেখে যদি বিমান আসার ব্যবস্থা করা যায় দিন বাড়িয়ে, তাহলে লাভ হয়। সেই কারণেই আমি পুনর্বিবেচনা করার জন্য রাজ্যের মুখ্যসচিবকে চিঠি পাঠিয়েছি। আশা করব তিনি বিচার-বিবেচনা করে সিদ্ধান্ত নেবেন।’ এখন এই চিঠির পরিপ্রেক্ষিতে রাজ্য সরকার কী সিদ্ধান্ত নেয়, সেটাই দেখার।