Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

তাপমাত্রা বাড়লেও এখনই কমছে না শীতের আমেজ, সকালে ও রাতে জারি থাকবে শৈত্যপ্রবাহ

Updated :  Wednesday, November 25, 2020 11:28 AM

দক্ষিণবঙ্গে কিছুটা শীত কমলেও এখনো শীতের আমেজ বজায় রয়েছে । সকালে এবং রাতের দিকে শীতের আমেজ বেশ ভালই পাওয়া যাচ্ছে এখন অব্দি। শুক্রবার থেকে আকাশ মেঘলা থাকবে বঙ্গের। পাশাপাশি কলকাতাতে এই সপ্তাহের তাপমাত্রা ঘোরাফেরা করবে ২০ ডিগ্রি সেলসিয়াস এর আশেপাশে। আগামী সপ্তাহের নতুন করে পারদ নামার সম্ভাবনা প্রবল।

আজ কলকাতাতে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৭.১ ডিগ্রী সেন্টিগ্রেড। গতকালের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.৫ ডিগ্রী সেন্টিগ্রেড। তার থেকে তাপমাত্রা কিছুটা হলেও বেড়েছে এদিন। অন্যদিকে, গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.৬ ডিগ্রী সেন্টিগ্রেড। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ ছিল ৯৫ শতাংশ।

কিন্তু, বর্তমানে আবহাওয়া অফিসের বড়কর্তাদের ভাবাচ্ছে ঘূর্ণিঝড় নিভার এর আগমন। দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড় নিভার ক্রমাগত শক্তি বাড়িয়ে ভারতের দিকে ধেয়ে আসছে। আগামী ১২ ঘন্টার মধ্যে এই ঘূর্ণিঝড় আরও শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হতে চলেছে। বুধবার মধ্যরাত এর মধ্যে তামিলনাড়ু এবং পন্ডিচেরি উপকূলে আছড়ে পড়বে বলে জানাচ্ছে হাওয়া অফিস। সেই সময় এই ঘূর্ণিঝড়ের শক্তি থাকবে অত্যন্ত বেশি। করাইকাল এবং মালাপুরাম উপকূলের মধ্যে দিয়ে এই ঘূর্ণিঝড় স্থলভাগে প্রবেশ করবে। সেই সময় এই ঘূর্ণিঝড়ের গতি থাকবে ১২০ থেকে ১৪৫ কিলোমিটার প্রতি ঘন্টা।

এই ঘূর্ণিঝড়ের প্রভাবে তামিলনাড়ু, পন্ডিচেরি, অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানা রাজ্যে প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই ঘূর্ণিঝড়ের প্রভাবে দেশের দশ-বারোটি জেলাতে প্রবল ক্ষয়ক্ষতির সম্ভাবনাও রয়েছে।

অন্যদিকে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে জেরবার বর্তমানে জম্মু-কাশ্মীর। আগামী ৪৮ ঘন্টার মধ্যে জম্মু-কাশ্মীর, লাদাখ, হিমাচল প্রদেশ, এবং উত্তরাখণ্ডে প্রবল বৃষ্টিপাত এবং তুষারপাতের সম্ভাবনা রয়েছে। উত্তর ভারতের অন্য রাজ্যগুলিতে চলবে শৈত্যপ্রবাহ। আগামী ২৪ ঘন্টার জন্য পাঞ্জাব, হরিয়ানা, চন্ডিগড় এবং দিল্লিতে শৈত্যপ্রবাহ জারি থাকবে। এই শৈত্যপ্রবাহ উত্তর রাজস্থান, দিল্লি, এবং পশ্চিম উত্তরপ্রদেশেও চলার সম্ভাবনা রয়েছে।