বলিউডবিনোদনভাইরাল & ভিডিও

ইন্ডিয়ান আইডলে এক ঝাড়ুদার গাইলেন গান, কেঁদে ভাসালেন বিচারকরা, ভাইরাল ভিডিও

Advertisement

সম্প্রতি একটি প্রোমো রিলিজ করেছে সোনি টিভি। প্রোমোটি সোনি টিভির বিখ্যাত রিয়েলিটি শো ইন্ডিয়ান আইডল-এর। প্রোমোতে দেখা যাচ্ছে, মারাঠি ভাষায় একজন যুবক গান গাইছেন। গান শেষ হলে ইন্ডিয়ান আইডল-এর বিচারকরা তাঁর কাছে জানতে চান, তাঁর গানের শিক্ষাগুরু কে। প্রত্যুত্তরে যুবক জানান, তিনি ইন্ডিয়ান আইডল-এর সেটের একজন কর্মচারী। স্টেজে সেলিব্রেশন-এর সময় প্রতিযোগীদের উপর যে ফুল ও রঙিন কাগজের বর্ষা হয়, তা ঝাঁট দিয়ে পরিষ্কার করার দায়িত্ব থাকে তাঁর উপর। যুবকের নাম যুবরাজ।

প্রতি বছর যখন ইন্ডিয়ান আইডল অনুষ্ঠিত হত, নিজের কাজ করতে করতে যুবরাজ প্রতিযোগীদের গান শুনতেন। মন দিয়ে বিচারকদের কথা শুনতেন। প্রতিযোগীদের গায়কী ভালো করার জন্য বিচারকরা যে টিপস দিতেন, নিজে একান্তে সঙ্গীত চর্চা করার সময় যুবরাজ চেষ্টা করতেন সেই সমস্ত টিপস অনুসরণ করার। বহুদিন ধরেই যুবরাজ চাইতেন নিজের গায়কী সকলের সামনে তুলে ধরতে। তাঁকে সেই সুযোগ করে দিয়েছে ইন্ডিয়ান আইডল। যুবরাজের কথা শুনে বিচারকদের চোখে জল চলে আসে। শোয়ের বিচারক হিমেশ রেশমিয়ার মতে, এই ধরনের প্রতিভা বিরল। তিনি যুবরাজের চেষ্টার প্রশংসা করেন।

ইন্ডিয়ান আইডল-এর এই পর্বের সম্প্রচার হবে 28 শে নভেম্বর। প্রতি শনি ও রবিবার সোনি টিভিতে রাত 8 টায় সম্প্রচারিত হবে ইন্ডিয়ান আইডল। এই বছর ইন্ডিয়ান আইডল-এর বিচারকের আসনে রয়েছেন বলিউডের সুরকার ও গায়ক হিমেশ রেশমিয়া, গায়িকা নেহা কক্কর, সুরকার ও গায়ক বিশাল দাদলানি। যুবরাজের প্রোমোটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার কারণে এই শো-টি শুরুর আগে থেকেই নেটিজেনদের চর্চার বিষয় হয়ে উঠেছে। ইন্ডিয়ান আইডল-এর প্রথম সিজনেও কলকাতার লোরেটো স্কুলের সুইপার রাজু হেলা সুযোগ পেয়েছিলেন গান গাওয়ার। কিন্তু তাঁর গলায় হঠাৎ সমস্যা দেখা দেওয়ার কারণে রাজু-কে বেরিয়ে যেতে হয় শো ছেড়ে।

Related Articles

Back to top button