নয়াদিল্লি: আজ, মুম্বইয়ের ২৬/১১ হামলা ১২ বছর পূর্তি। আর আজকের দিনকেই সংবিধান দিবস হিসেবে পালন করা হয়। সংবিধান দিবস উপলক্ষে একটি সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়েছিল। সেখানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বক্তব্য রাখেন।তিনি সেখানে ‘এক দেশ, এক জাতি’-র বার্তা দিয়েছেন যেমন, ঠিক তেমন ২৬_১১ মুম্বাই হামলার ঘটনার জন্য পাক জঙ্গীদেরই দায়ী করেছেন।
এদিন প্রথমেই রাজেন্দ্রপ্রসাদ, মহাত্মা গান্ধী, আম্বেদকরেরর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন প্রধানমন্ত্রী। তারপর তিনি দেশের সংবিধান, নির্বাচন পদ্ধতি, গণতন্ত্র এ সমস্ত কিছু নিয়ে মন্তব্য করেন। তিনি বলেন, ‘দেশের সকলকে সংবিধান নিয়ে সচেতন হতে হবে। সংবিধানে অনেক স্পেশল ফিচার রয়েছে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল, কর্তব্য পালন। প্রত্যেক নাগরিকের সম্মানরক্ষা দেশের কর্তব্য।
Our Constitution has many features but a special feature is importance of duties. Gandhi ji was very keen on it. He saw close link b/w rights & duties. He felt that once we perform our duties, rights will automatically be safeguarded: PM at All India Presiding Officers Conference pic.twitter.com/fyzvVsaYkS
— ANI (@ANI) November 26, 2020
এর পাশাপাশি তিনি KYC-র অর্থ বলেন। সকলেরই জানা যে, কেওয়াইসি মানে হল ‘Know Your Customer’। কিন্তু সেটাকে উল্টে প্রধানমন্ত্রী বলেন KYC মানে, ‘Know Your Constitution’। সংবিধান নিয়ে দেশের মানুষকে কারো বেশি জাগ্রত হতে বলেন।এমনকি নতুন প্রজন্মদের মধ্যেও সংবিধান নিয়ে সচেতনতা গড়ে তুলতে বলেন। প্রসঙ্গত, এই একই মঞ্চে থেকে তিনি ২৬/১১ মুম্বাই হামলার ঘটনায় পাক জঙ্গিদের হাত রয়েছে বলে মনে করেন প্রধানমন্ত্রী। সব মিলিয়ে একদিকে সংবিধান দিবস আবার অন্যদিকে ২৬/১১-র ১২ বছর পূর্তি আজ।