দেশনিউজ

বারাণসীতে প্রদীপ জ্বালিয়ে দেব দীপাবলি উৎসবের সূচনা করলেন প্রধানমন্ত্রী

Advertisement

বারাণসী: আজ, সোমবার দেব দীপাবলি উৎসব। আর এই উৎসবে যোগ দেওয়ার জন্য আজ বারাণসী সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বারাণসীতে গঙ্গা আরতির সময় প্রদীপ জ্বালিয়ে দেব দীপাবলি উৎসবের সূচনা করলেন তিনি। এই উৎসবে যোগদানের পাশাপাশি বারাণসী-প্রয়াগরাজে ছয় লেনের হাইওয়ের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এমনকি কার্তিক পূর্ণিমায় বারাণসীর এই আলোর উৎসবে অংশ নেওয়ার আগে কাশী বিশ্বনাথের মন্দির দর্শনও করেন তিনি। সেখানে তাঁকে বসে প্রার্থনা করতেও দেখা যায়।

জানা গিয়েছে, বারাণসীর ধুবরি ঘাট থেকে ক্রুজে চেপে কাশী বিশ্বনাথের মন্দিরে যাওয়ার জন্য বিকেলে ললিতা ঘাটে পৌঁছান প্রধানমন্ত্রী। তাঁর সঙ্গে ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। দুজনেই সেখানে যান। মন্দিরে ঢোকার মুখে প্রধানমন্ত্রী বলেন, ‘করোনাকালে যদি গর্ভগৃহে প্রবেশ নিষিদ্ধ থাকে, তাহলে অন্তত দূর থেকে দেখেই কাশী বিশ্বনাথের আশীর্বাদ নিয়ে সন্তুষ্ট থাকব। এতেই আমার তৃপ্তি হবে। কিন্তু তাঁকে মন্দিরের মূল প্রাঙ্গণে নিয়ে গিয়ে দর্শন করানো হয়। এমনকি প্রধানমন্ত্রীকে আসনে বসে প্রার্থনা করার জন্য আহ্বান জানান সেখানকার পুরোহিতরা সেই আহবানে সাড়া দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি হাতে ফুল নিয়ে গঙ্গাজল নিয়ে ভক্তির সঙ্গে কাশী বিশ্বনাথকে নিজের মনের প্রার্থনার কথা জানান।

তারপর সেটি বারাণসীর গঙ্গার ঘাটে যাওয়ার জন্য তিনি রওনা হন এবং সব শেষে গঙ্গা আরতির সময় প্রদীপ জ্বালিয়ে দেব দীপাবলি উৎসবের সূচনা করেন মোদি। আলোর শিখায় গোটা বারাণসীর গঙ্গার ঘাট অন্য রূপ ধারণ করেছে আজ।

Related Articles

Back to top button