নয়াদিল্লি: করোনা পরিস্থিতিতে দীর্ঘ লকডাউনের ফলে এখনও স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের পঠনপাঠন সেভাবে শুরু হয়নি। কিন্তু তারই মাঝে প্রকাশিত হল নেট পরীক্ষার ফল। করোনা পরিস্থিতির মধ্যেই গত ২৪ সেপ্টেম্বর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত ইউজিসির নেট পরীক্ষা চলছিল। আর আজ, সোমবার সেই পরীক্ষার ফল প্রকাশ করল ন্যাশনাল টেস্টিং এজেন্সি।
চলতি বছরের জুন মাসেই পরীক্ষা হওয়ার কথা ছিল। কিন্তু করোনা পরিস্থিতির কারণে সেই পরীক্ষা পিছিয়ে সেপ্টেম্বরে শুরু হয়। তবে সমস্ত পরীক্ষা অনলাইনের মাধ্যমে দেওয়া হয়। ৮ লক্ষ ৬০ হাজার ৯৭৬ জন এবারে নেট পরীক্ষায় বসার জন্য আবেদন করেছিল। সেখান থেকে পরীক্ষা দিয়েছিল ৫ লক্ষ ২৬ হাজার ৭৬০ জন। দুটি পর্বে তিন ঘন্টায় পরীক্ষা হয়। ভুল উত্তরের জন্য এবার কোনও নেগেটিভ মার্কিং ছিল না। এক মাসেরও কম সময়ের মধ্যে প্রকাশ হয়ে গেল বহু প্রতীক্ষিত এই নেট পরীক্ষার ফল।
এবার এক নজরে দেখে নিন, কীভাবে নেট পরীক্ষার ফল আপনি দেখবেন।…
● www.ugcnet.nta.nic.in এই ওয়েবসাইট আগে খুলতে হবে।
● হোমপেজে গিয়ে result 2020-তে ক্লিক করতে হবে।
● তারপর UGC NET 2020 খুলবে।
● ওই পেজ খুললে ফর্ম নম্বর, জন্মতারিখ এবং ক্যাপচা লিখে সাবমিট করতে হবে।
● তারপরেই স্কোরকার্ড বা রেজাল্ট দেখা যাবে।
● সেখান থেকে স্কোরকার্ড ডাউনলোড করা যাবে।