কলকাতা: করোনা পরিস্থিতিতে দীর্ঘ লকডাউনের জেরে শব্দ ছিল রেল পরিষেবা। যদিও আনলক পর্বে অনেক টানাপোড়েনের পর লোকাল ট্রেন পরিষেবা রাজ্যে চালু হয়েছে। তবুও প্যাসেঞ্জার ট্রেন এখনও চালু হয়নি। তবে আগামিকাল, বুধবার থেকে রাজ্যে চালু হতে চলেছে প্যাসেঞ্জার ট্রেন পরিষেবা। পূর্ব রেলের তরফ থেকে এ কথা জানানো হয়েছে।
হাওড়া-মালদা-শিয়ালদা ডিভিশন মিলিয়ে মোট ২৭ জোড়া প্যাসেঞ্জার ট্রেন চালানোর কথা ভেবেছে রেল। যার মধ্যে হাওড়া ডিভিশনে ৩০টি ট্রেন চলবে। যার মধ্যে বর্ধমান-রামপুরহাটের মধ্যে চলবে ৮টি ট্রেন, রামপুরহাট-দুমকা-যশিডির মধ্যে চলবে ২টি ট্রেন, কাটোয়া-আজিমগঞ্জ মধ্যে চলবে ৮টি ট্রেন, আজিমগঞ্জ-রামপুরহাটের মধ্যে চলবে ৪টি ট্রেন। আসানসোল ডিভিশনে প্যাসেঞ্জার ট্রেন চলবে ২২টি। যার মধ্যে বর্ধমান-আসানসোল মধ্যে চলবে ৮টি। অন্ডাল-সাঁইথিয়ার মধ্যে চলবে ৪টি ট্রেন। আসানসোল-ধানবাদের মধ্যে চলবে ৪টি ট্রেন। আসানসোল-যশিডি-ঝাঝা সেকশনে চলবে ৪টি ট্রেন।মালদা ডিভিশনে চলবে ২টি ট্রেন। কোভিড প্রটোকল মেনেই চালু হবে এই সব ট্রেন পরিষেবা।
এতে যাত্রীদের অনেক সুবিধা হবে বলে আশাবাদী রেল কর্তৃপক্ষ। লোকাল ট্রেন চালানোর জন্য যাত্রীরা যেভাবে বিক্ষোভ দেখিয়েছিল, সেরকম বিক্ষোভ যাতে এক্ষেত্রে না হয়, তাই আগেভাগেই প্যাসেঞ্জার ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল। শহর থেকে শহরতলীতে যোগাযোগব্যবস্থা পুনরায় স্থাপন করা সম্ভব হবে বলেই মনে করা হচ্ছে।