দেশনিউজ

এক ধাক্কায় রান্নার গ্যাসের দাম বাড়ল ৫০ টাকা

Advertisement

ফের মধ্যবিত্তদের কপালে ভাঁজের সৃষ্টি করে, বাড়ল রান্নার গ্যাসের দাম। এক ধাক্কাতেই বাড়ল ৫০ টাকা। যেখানে শীতের মরশুমে প্রতি ঘরেই রান্নার গ্যাসের ব্যবহার অনেকটাই বেশি হয়। আর এই শীতেই গ্যাসের দাম বেড়ে যাওয়ায় সংকটে পড়তে পারে মধ্যবিত্তরা। একদিকে বাজারে আলু, পেঁয়াজ, সবজির দাম আগুন ছোয়া, তার মধ্যেই রান্নার গ্যাসের দাম বৃদ্ধি কপালে চিন্তার ভাঁজ ফেলেছে মধ্যবিত্তদের।

বর্তমানে কলকাতায় গ্যাসের দাম বেড়ে হলো ৬৭০ টাকা ৫০ পয়সা। চলতি বছরের দেখা হলে গত জুলাইতে গ্যাসের দাম বাড়ে ৪ টাকা ৫০ পয়সা। গত জুন মাসেও ৩২ টাকা বেড়েছিল গ্যাসের দাম, এবং গত ফেব্রুয়ারিতে এবছরের সর্বোচ্চ দামবৃদ্ধি হয় গ্যাসের, ১৪৯ টাকা। অন্যদিকে, বুধবার কলকাতায় পেট্রলের দাম বাড়ল প্রতি লিটারে ১৫ পয়সা ও ডিজেলের দাম লিটারে ২৩ পয়সা বেড়েছে। ফলে এই দাম বৃদ্ধি সাধারণ মানুষের জীবন যাত্রায় কতোটা প্রভাব ফেলবে তা চিন্তার বিষয়।

Related Articles

Back to top button