কলকাতা: বর্ষা বিদায়ের পর হেমন্তের হিমেল হাওয়ায় শীতের পরশ লাগলেও জাঁকিয়ে শীত এখনও রাজ্যে পড়েনি। সকালে কনকনে ঠান্ডা হাওয়া উপভোগ করলেও বেলা বাড়তেই শীত যেন উধাও। বুধবার আলিপুর আবহাওয়া দফতরের তরফ থেকে পূর্বাভাস দিয়ে বলা হয়েছিল, এদিন থেকে তাপমাত্রা নিম্নমুখী হবে। কিন্তু বাস্তবে এই পূর্বাভাস মেলেনি। পশ্চিমী ঝঞ্ঝার কারণে তাপমাত্রা ঊর্ধ্বমুখী হয়ে রয়েছে। তবে আগামী সপ্তাহ থেকে জাঁকিয়ে শীত পড়বে রাজ্যে, এমনটাই জানিয়েছে হাওয়া অফিস।
অন্যদিকে যত সময় যাচ্ছে তাদের শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় বুরেভি। আপাতত তামিলনাড়ুর দিকে এই ঘূর্ণিঝড় এগোচ্ছে বলে মৌসম ভবন সূত্রে জানানো হয়েছে। শ্রীলঙ্কায় আছড়ে পড়ার পর শুক্রবার তামিলনাড়ু উপকূলে এই ঘূর্ণিঝড়ের প্রবেশ করার সম্ভাবনা রয়েছে। তখন হাওয়ার গতিবেগ কিছুটা কমে ৭০ থেকে ৮০ কিলোমিটার প্রতি ঘন্টায় হবে। সেই সময় তামিলনাড়ু ও কেরল উপকূলবর্তী অঞ্চলে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এমনকি বুরেভির প্রভাবে কেরল ও তামিলনাড়ুর বেশ কয়েকটি উপকূলীয় জেলা ক্ষতির আশঙ্কা রয়েছে।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowতবে প্রবল শক্তি সঞ্চয় করে এই ঘূর্ণিঝড় আসলেও এর সরাসরি প্রভাব পড়বে না বাংলায়। বুধবার কলকাতা সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক। চলতি সপ্তাহে এর মধ্যেই তাপমাত্রা ঘোরাফেরা করবে বলে জানিয়েছে হাওয়া অফিস। তারপর ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে পারদ নামবে বলে মনে করা হচ্ছে।