এই মুহূর্তে সবচেয়ে চর্চায় আছে বিজেপির ইলেকশন ম্যানেজমেন্ট টিম। তাদের দায়িত্ব নির্বাচনের স্ট্র্যাটেজি সাজানো এবং নির্বাচনের সময় গোটা রাজ্যে ছড়িয়ে ভোট মেশিনারি সামলানো। বিধানসভা ভোট ক্রমে নিকটে আসছে। হাতে আর বাকি পাঁচ ছয় মাস।
সূত্রের খবর, এই ইলেকশন ম্যানেজমেন্ট দলে রয়েছেন বিজেপির ১১৭ জন সদস্য। এই ১১৭ জন ছড়িয়ে পড়বেন ৩১ টি ইউনিটের মধ্যে। সেখান থেকে তারা নির্বাচনী প্রচার শুরু করবেন বলেও জানা গিয়েছে। এইবার প্রশ্ন হল কি করে করা হবে এই প্রচার? বিজেপি সূত্রে খবর, অনাবাসী ভারতীয়দের সঙ্গে সমন্বয় করবে গেরুয়া শিবির। তাছাড়াও নেওয়া হবে বেশ কিছু পদক্ষেপ। তথ্য সংগ্রহ, বুথ ম্যানেজমেন্ট, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, নির্বাচন কমিশনের সাথে সমন্বয় ইত্যাদি বড় পদক্ষেপগুলি নিতে চলেছে বিজেপি।
সূত্র হতে আরও জানা গিয়েছে, এই বিষয়গুলির সাথে আইনের বিভিন্ন বিষয়ের দিকেও নজর দেবে এই ম্যানেজমেন্ট টিম। সম্প্রতি বিজেপির একজন প্রথম সারির নেতার থেকে জানা গিয়েছে, “বিজেপির বর্ষীয়ান নেতারা থাকবেন এখানে। এছাড়া বিধায়ক- সাংসদ এই সমস্ত সেলেও কাজ করা হবে। তবেই আসবে সাফল্য।” উল্লেখ্য বিষয়, ২০১৯ সালে বিজেপির হাতে এসেছিল ৮০ শতাংশ ভোট। অর্থাৎ সেই হিসেবেই তাদের হাতে এসেছে ৪২ এর মধ্যে ১৮ টি আসন।
এই কারণেই জেলায় জেলায় সাংসদ রয়েছে গেরুয়া শিবিরের। এইবার বিধানসভা নির্বাচন হবে ২০২১ সালের মে মাসের মধ্যে। সেখানে লড়াই হবে অনেকটাই বড় মাপে। লড়াই হবে ২৯৮ টি আসনের। সেই কারণেই তাদের পক্ষ থেকে তৈরি করা হয়েছে ইলেকশন ম্যানেজমেন্ট দল। আর গোটা প্রক্রিয়াটিতে নজর দেবে বিজেপির কেন্দ্রীয় শীর্ষ নেতৃত্ব। সূত্র হতে জানা গিয়েছে, দিল্লি থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডা বাংলায় ক্যাম্পও করবেন। এমনকি আলাদা টিম করা হয়েছে সংবাদ মাধ্যমের সাথে কথা বলার জন্যও। এইভাবেই নির্বাচনে নামছে গেরুয়া শিবির। আর অন্যদিকে রয়েছে টিম পিকে।