জঙ্গী হামলা রুখতে ৮০টি মসজিদ বন্ধের নির্দেশ ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রীর
প্যারিস: জঙ্গি হামলা রুখতে সরকারি নিয়ন্ত্রণ জারি ইসলাম ধর্মীয় উপাসনাস্থলগুলির ওপর। গোটা দেশের মোট ৮০টি মসজিদ বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত জ্ঞাপন করা হয়েছে বলে জানান খোদ স্বরাষ্ট্রমন্ত্রী।
ফ্রান্সে পরপর বেশ কয়েকটি জঙ্গি হামলার পর হামলা রুখতে কড়া পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নেয় ফ্রান্স। এমনটাই জানিয়ে ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড ডার্মানিন বলেছেন, “৭৬ টি মসজিদ বর্তমানে বিচ্ছিন্নতা সম্মন্ধিয় তালিকাভুক্ত। আরও কয়েকটির উপরে নজরদারি চলছে। এই ব্যাপারে অধিকতর তদন্ত করা হবে বলে জানা গিয়েছে। সন্দেহের বিষয়টি নিশ্চিত হলে বন্ধ করা হবে উপাসনালয়গুলি।” তিনি আরও বলেন, ৬৬ জন অবৈধ অভিবাসীকে ‘মৌলবাদী’ বলে সন্দেহ করে তাদের নির্বাসনে পাঠানো হয়।
উল্লেখ্য, ফ্রান্সে বিগত কয়েকদিনের জঙ্গি হামলায় শিরচ্ছেদ করা হয় স্যামুয়েল প্যাটি নামে এক ইতিহাস শিক্ষকের। সূত্রের খবর, প্যাটি ইতিহাস ক্লাসে ছাত্রদের নবী মোহাম্মদের কার্টুন ব্যবহার করে শিক্ষা দিতেন এবং বাকস্বাধীনতার গুরুত্ব সম্পর্কে শিক্ষা দেওয়ার জন্য ব্যঙ্গাত্মক ম্যাগাজিন চার্লি হেড্ডোর কার্টুন ব্যবহার করেছিলেন। এরপরই ১৬ ই অক্টোবর প্যারিসের শহরতলিতে প্যাটির শিরচ্ছেদ করা হয়।
ওই ব্যঙ্গাত্মক ম্যাগাজিনটি ২০১৫ সালের ইসলামি হামলার লক্ষ্য ছিল। এটিতে মহম্মদ চিত্রিত কার্টুন ছাপানোর জন্য ১২ জনকে খুন করা হয়। কারণ ইসলামের কিছু অংশে নবীর সরাসরি চিত্রাঙ্কন নিষিদ্ধ। এই ঘটনার প্রায় দুই সপ্তাহ পরে, দক্ষিণ ফরাসী শহর নিস-এর নট্রেডেম বেসিলিকায় ৩ জন নিহত হয় ছুরি হামলায়। প্যাটির হত্যার পর থেকে ম্যাক্রোনের মুক্ত মতামতের অধিকারের প্রতিরক্ষা প্রতিবাদ জানিয়েছে। এমনকি বেশ কয়েকটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে ফরাসি পণ্য বর্জন করারও ডাক দিয়েছেন তারা। বাংলাদেশ, পাকিস্তান এবং ইন্দোনেশিয়ায় বিশাল বিক্ষোভের সময় ম্যাক্রোনের চিত্র ও মূর্তি পুড়িয়ে দেওয়ার চিত্র দেখা গিয়েছে ছবি মারফত।