Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

আত্মঘাতী ‘তারক মেহেতা কা উলটা চশমা’-র চিত্রনাট্যকার

Updated :  Saturday, December 5, 2020 4:31 PM

মুম্বই: সুশান্ত সিং রাজপুতের পর বিনোদন জগতে পুনরায় আত্মঘাতী হলেন হিন্দি টেলি জগতের অন্যতম ধারাবাহিক ‘তারক মেহতা কা উল্টা চাশমা’ এর লেখক অভিষেক মাকয়না।২৭ নভেম্বর তিনি আত্মঘাতী হন এবং ছেড়ে যান একটি সুইসাইড নোটও। যাতে তিনি তাঁর আর্থিক সমস্যা ও ব্যক্তিগত জীবনের কিছু সমস্যাকে উল্লেখ করেছেন।

যদিও পরিবার সূত্রের খবর, লেখকের আত্মহত্যার কারণ হিসেবে সাইবার জালিয়াতিকে দোষারোপ করা হয়েছে। দীর্ঘ কয়েক বছর ধরে স্ক্রিপ্ট লেখা সত্বেও তাঁর কি আর্থিক সমস্যা ছিল সে বিষয়েটিকেও খতিয়ে দেখছে পুলিশ। তাঁর মৃত্যুতে শোকাহত ধারাবাহিকের সঙ্গে জড়িত কলাকুশলীরা।

তার মুম্বাইয়ের ফ্ল্যাট থেকে উদ্ধার হয় তাঁর মৃতদেহ। তাঁর মৃত্যুর পর একের পর এক হুমকি এসেছে তাঁর ফোনের মাধ্যমে। অভিষেকের ভাই জ্যানিসের কথায়, অভিষেক ‘ইজি লোন’ নামক একটি অ্যাপের মাধ্যমে সামান্য টাকা ধার করেছিলেন যদিও তাতে সুদের হার ছিল বেশ অনেকখানি। সেই এপ থেকেই বারবার ফোন আসছে বলে অভিযোগ পরিবারের।