Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

আইনি জটিলতায় পড়ল আমাজন

আইন ভেঙে ব্যবসার জালে অনলাইন শপিং সাইট অ্যামাজন। এমনই দাবি ব্যবসায়ী সংগঠন কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্স বা CAIT-র। তাদের অভিযোগ, অ্যামাজন বৈষম্যমূলক দামে পণ্য বিক্রি করে দেশের আইন ভাঙছে।…

Avatar

আইন ভেঙে ব্যবসার জালে অনলাইন শপিং সাইট অ্যামাজন। এমনই দাবি ব্যবসায়ী সংগঠন কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্স বা CAIT-র। তাদের অভিযোগ, অ্যামাজন বৈষম্যমূলক দামে পণ্য বিক্রি করে দেশের আইন ভাঙছে। এই অভিযোগের অ্যামাজনের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার জন্য তারা দাবি জানাল ইডি-র কাছে।

CAIT তরফে ইডি-কে দেওয়া চিঠিতে লেখা রয়েছে, ২০১২ সাল থেকে ব্যবসা ফেদেছে অ্যামাজন। তারপরেই সমানে দেশের যাবতীয় আইন ভেঙে ব্যবসা করে চলেছে। এফডিআই, ফেমা-র মতো আইনগুলিতে দেশের ছোট ব্যবসায়ীদের স্বার্থ অক্ষুণ্ণ রাখতে যে বিধিনিষেধ রয়েছে, সেগুলিরও তোয়াক্কা করছে না অ্যামাজন৷ এরপরেও এই বহুজাতিক সংস্থা বিরুদ্ধে কোনোরূপ ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে আজ দেশের প্রায় ৭ কোটি ছোট ব্যবসায়ীর জীবন জীবিকা বিপন্ন হতে বসেছে৷ শুধু এই ব্যবসায়ীরাই নন, তাঁদের সাথে অসংখ্য কর্মী ও মানুষও প্রতারিত হচ্ছেন। তবে এই অভিযোগের কোনো প্রতিক্রিয়া মেলেনি অ্যামাজন ইন্ডিয়ার তরফে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এই বিষয়ে CAIT-এর জেনারেল সেক্রেটারি প্রবীণ খান্ডেলওয়াল জানিয়েছেন, “অ্যামাজন সেলার সার্ভিস প্রাইভেট লিমিটেড এবং বিভিন্ন বেনামি সংস্থার মাধ্যমে বাজার দখলের অসাধু চেষ্টা চালাচ্ছে অ্যামাজন, যা এফডিআই নীতি এবং ফেমা আইনের সম্পূর্ন বিরোধী৷”

About Author