Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

জাঁকিয়ে শীত নেই, কুয়াশার চাদরে মোড়া দক্ষিণবঙ্গ

Updated :  Wednesday, December 9, 2020 2:12 PM

কলকাতা: জাঁকিয়ে শীত পড়বে পড়বে বলেও কেমন যেনো পরছে না। উল্টে গত দু-দিন ধরেই কুয়াশার চাদরে ঢেকেছে দক্ষিণবঙ্গ। এমনকি আগামী কয়েকদিন কুয়াশার দাপট থাকবে বলেই আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে। আর যে ক’দিন কুয়াশার চাদরে মোড়া থাকবে দক্ষিণবঙ্গ, সে ক’দিন বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শীতের আমেজ উধাও হবে। আগামী কয়েকদিনে তাপমাত্রা নামার কোনও লক্ষণ নেই। আগামী সপ্তাহ অর্থাৎ ১৫ ডিসেম্বরের পর কলকাতায় পারদ নামার সম্ভাবনা রয়েছে।

কলকাতায় আজ, বুধবার তাপমাত্রা সকালে ছিল ১৭.৬ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে যা ২ ডিগ্রি বেশি। গতকাল, মঙ্গলবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.১ ডিগ্রি সেলসিয়াস। জানা গিয়েছে, বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছে। এর প্রভাবে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে। আর এদিকে রাতের তাপমাত্রা স্বাভাবিকের থেকে ওপরে থাকায় সকাল থেকেই কুয়াশায় ঢেকে যাচ্ছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা।

আগামী আরও ৪৮ ঘণ্টাতেও দাপট থাকবে কুয়াশার। নতুন করে আর একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে শুক্রবার। একের পর এক পশ্চিমী ঝঞ্ঝায় আটকে যাচ্ছে উত্তুরে হাওয়া। যার ফলে জাঁকিয়ে শীত পড়ছে না এখনও। এতটাই এখন কুয়াশা দেখা যাচ্ছে যে, সকালের দিকে যার ফলে ট্রেন, বিমান এবং ফেরি চলাচলের ক্ষেত্রে অসুবিধা সৃষ্টি হচ্ছে।