এবার কেন্দ্রের তরফে সরাসরি উপঢৌকন পাঠানো হলো তৃণমূল বিধায়ক শুভেন্দু অধিকারীর উদ্দেশ্যে। জানা গিয়েছে তৃণমূল বিধায়ক শুভেন্দু অধিকারীর জন্য কেন্দ্রীয় তরফে বুলেটপ্রুফ গাড়ি এবং কেন্দ্রীয় নিরাপত্তা বরাদ্দ করা হয়েছে। সোমবার স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রের খবর সামনে এসেছে। তবে আনুষ্ঠানিকভাবে এই খবরের কোন সত্যতা আমরা জানতে পারিনি এখনো পর্যন্ত। শুভেন্দু ঘনিষ্ঠ সূত্রে জানানো হয়েছে, এরকম কোন খবর তাদের কাছেও নেই। তবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রের খবর, শুভেন্দু অধিকারীর জন্য কেন্দ্রীয় নিরাপত্তা বরাদ্দ করা ইতিমধ্যেই হয়ে গিয়েছে। তবে কবে থেকে সেই কাজ শুরু হবে সেটা এখনো নির্ধারিত হয়নি। শুভেন্দু যবে থেকে চাইবেন তবে থেকে এই নিরাপত্তা দেওয়া শুরু হবে বলে জানা যাচ্ছে সংশ্লিষ্ট মন্ত্রক সূত্রে। একটি সূত্র থেকে জানা যাচ্ছে, মঙ্গলবার শুভেন্দু অধিকারী রাজ্যের সমস্ত নিরাপত্তা ছেড়ে দিতে পারেন। কাজেই রাজনৈতিক মহলের ধারনা আগামীকাল অর্থাৎ মঙ্গলবার থেকেই এই কেন্দ্রীয় নিরাপত্তা গ্রহণ করা শুরু করবেন শুভেন্দু। শুভেন্দু কে অফার করা হয়েছে ওয়াই প্লাস ক্যাটাগরির নিরাপত্তা। তবে একটি সূত্রের খবর, শুভেন্দুকে জেড প্লাস ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হতে পারে।
প্রসঙ্গত, রাজ্যের তরফে আগে শুভেন্দুকে জেড প্লাস ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হতো। কিন্তু মন্ত্রিত্ব ছেড়ে দেওয়ার আগেই তিনি এই নিরাপত্তা ছেড়ে দিয়েছিলেন। রাজ্য পুলিশ থেকে গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে এখনো নিরাপত্তা দিয়ে চলেছে। তবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে জানা যাচ্ছে, কেন্দ্রের তরফে শুভেন্দুকে বুলেটপ্রুফ গাড়ি সহ আরো বেশকিছু নিরাপত্তা দেওয়া হতে পারে। শুভেন্দুর ঘনিষ্ঠ সূত্রের একজন জানাচ্ছেন, দাদা অন্য কোথাও যোগ দেবার আগে নীতিগতভাবে কারোর দেওয়া কোনো নিরাপত্তা নেবেন না।
তবে, এই নিরাপত্তা দেওয়া নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে বঙ্গ রাজনীতিতে। কেন্দ্রীয় গোয়েন্দা দপ্তরের স্পেশাল ইন্টেলিজেন্স ব্যুরো এর কাছে এই মর্মে একটি নির্দেশিকা পাঠানো হয়েছে। তবে রাজনৈতিক মহল এখানে সম্পূর্ণরূপে রাজনৈতিক বার্তা খুঁজে পাচ্ছে। উল্লেখ্য, তৃণমূলের বিদ্রোহী নেতা মুকুল রায় যখন মন্ত্রিত্ব ছেড়ে দিয়েছিলেন তখন তাকে কেন্দ্রের তরফে নিরাপত্তা দেওয়া হয়েছিল। পরবর্তীকালে তিনি বিজেপিতে যোগ দেন। তবে মুকুলের জন্য কোন রকম বুলেটপ্রুফ গাড়ি বরাদ্দ করা হয়নি। এবার এটাই দেখার শুভেন্দু এই নিরাপত্তা গ্রহণ করেন নাকি না। যদি শুভেন্দু এই নিরাপত্তা গ্রহণ করেন, তাহলে তার বিজেপিতে যাবার সম্ভাবনা অনেকাংশে বেড়ে যাবে বলে মনে করছেন রাজনীতিবিদরা।