দেশনিউজ

১ টাকায় ১ কেজি ফুলকপি বিক্রি, নিজের জমিতে ট্রাকটার চালিয়ে ফসল নষ্ট করল কৃষক

Advertisement

সমস্তিপুর: রাজধানীর বুকে এখনও কৃষক আন্দোলনের আগুন জ্বলছে। বিতর্কিত তিন কৃষি আইন প্রত্যাহারের প্রতিবাদে ক্ষোভে ফুঁসছে হাজার হাজার কৃষক। সরকারের সঙ্গে একাধিকবার বৈঠকের পরেও মেলেনি সমাধান সূত্র। আর এরই মাঝে আরও একবার কৃষক দুর্দশার চিত্র গোটা দেশের সামনে এল। ঘটনাস্থল বিহারের সমন্তিপুর জেলার মুকাতপুর। যেখানে এক কৃষক বিঘের পর বিঘে ফসল চাষ করেও সঠিক দাম না পাওয়ায় ট্রাক্টর চালিয়ে নিজের জমির ফসল নিজেই নষ্ট করে দিল।

জানা গিয়েছে, প্রায় আট থেকে দশ বিঘে জমিতে ওই কৃষক ফুলকপি চাষ করেছিল। কিন্তু বিক্রি করার সময় ১ টাকায় ১ কেজি ফুলকপি বিক্রি করতে হচ্ছিল টাকে। এদিকে সেই ফুলকপি দিল্লির নয়ডার বাজারে দেদার বিকোচ্ছে ৩৫ থেকে ৪০ টাকায়। অথচ যে কৃষক দিনের পর দিন মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করে ওই ফসল উৎপাদন করেছে, সেই যথাযথ দাম পাচ্ছিল না। যদিও সরকার থেকে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে বলে দাবি করা হয়। কিন্তু সেও নামমাত্র। যা লোকসান হয়েছে কৃষকের, তার দশ ভাগের এক ভাগ ক্ষতিপূরণ পেয়েছে তিনি। মাত্র 1১ হাজার ৯০ টাকা ক্ষতিপূরণ পেয়েছে বলে জানায় তিনি। আর তাই মানসিক অবসাদে নিজের জমির ওপর দিয়ে নিজেই ট্রাক্টর চালিয়ে সমস্ত ফসল নষ্ট করে দিল ওই কৃষক। এই ঘটনা আরও একবার নিঃসন্দেহে চোখে আঙুল দিয়ে এই দেশের কৃষকদের করুন দুর্দশার চিত্র সকলকে দেখাল।

বিহারের এই কৃষকের দুরবস্থার জন্য অনেকেই এগ্রিকালচার প্রডিউস মাকেটিং কমিটি অ্যাক্ট ২০০৬-কেই দায়ী করেছে। এই অ্যাক্টের ফলে যে কোনও ব্যবসায়ী এবং বড় মার্কেটিং সংস্থাগুলি সরাসরি কৃষকের থেকে ফসল কিনতে পারে। এর ফলে লোকসানের মুখ দেখতে হয় কৃষকদের। কিন্তু সেই একই সবজি বা ফসল বাজারে চড়া দামে বিক্রি হয়। কেন্দ্র জে তিনটি কৃষি আইন বের করেছে, তাতে গোটা দেশের কৃষকরা এই ক্ষতির সম্মুখীন হবে। তাই অবিলম্বে সরকারকে এই তিনটি আইন প্রত্যাহারের দাবি জানানো হয়েছে।

Related Articles

Back to top button