নিউজপলিটিক্সরাজ্য

জানুয়ারি মাসেই রাজ্যে ফের আসবেন অমিত শাহ ও জেপি নাড্ডা, থাকবেন ৩ দিন করে

Advertisement

আসন্ন বাংলা বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের সমস্ত রাজনৈতিক দলগুলি পুরো উদ্যমে ভোট প্রচারের উদ্দেশ্যে মাঠে নেমে পড়েছে। কেউ অন্য কোন দলকে এক ইঞ্চি জমি ছেড়ে দিতে চায় না। রাজ্যে তাপমাত্রার পারদ যেমন পাল্লা দিয়ে নামছে ঠিক উল্টোদিকে চরছে রাজনীতির পারদ। বাংলায় গেরুয়া শাসন প্রতিষ্ঠা করতে মরিয়া বিজেপি। তাই কেন্দ্রীয় নেতৃত্বরা বারংবার বাংলায় এসে জনতাদের বোঝাতে চাইছে যে তারা পাশে আছে। কিছুদিন আগেই বাংলা সফরে এসেছিলেন অমিত শাহ এবং তারপরই আসেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। আবার মাস ঘুরতে না ঘুরতেই বাংলায় দু’দিনের সফরে এসেছেন অমিত শাহ।

গতকাল মেদিনীপুর থেকে জনসভা করার পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কলকাতার নিউটাউনে একটি হোটেলে দলীয় নেতা-কর্মীদের নিয়ে সভা করেন। সেই বৈঠকে তীর হয় নির্বাচনের আগে কোন নেতা কোন কাজ করবে এবং কতটা কাজে হয়েছে। এছাড়াও তিনি এদিনকার বৈঠকে জানান, নির্বাচনের আগে ঘনঘন বাংলা পরিদর্শনে আসবে গেরুয়া শিবিরের শীর্ষ নেতারা। তা থেকেই জানা গিয়েছে আগামী জানুয়ারি মাসেই আবার তিন দিনের জন্য বাংলা সফরে আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা ও তার কিছুদিন বাদে ফের বাংলায় আসবেন অমিত শাহ নিজে। এছাড়া তিনি এদিন নির্দেশ দিয়েছেন আগামী ১৫ জানুয়ারির মধ্যে প্রত্যেকটি অঞ্চলের বুথ কমিটি গঠন করে নিতে হবে।

প্রসঙ্গত, আজ অর্থাৎ রবিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্বভারতীর উপাচার্যদের সাথে বৈঠক করতে যাবেন। তিনি ঘুরে দেখবেন শান্তিনিকেতন আশ্রম চত্বর। তার সাথে আজ থাকবেন বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী ও আশ্রমিকরা। তিনি আজকে দুপুরে মধ্যাহ্নভোজন সারবেন এক বাউল বাড়িতে। তারপর তিনি অন্ডাল বিমানবন্দরে পৌঁছে দলীয় নেতাকর্মীদের সাথে ফের আরেকবার বৈঠক করবেন। সেই বৈঠকে উপস্থিত থাকতে পারেন সদ্য বিজেপিতে যোগ দেওয়া শুভেন্দু অধিকারী। বৈঠকের পর তিনি অন্ডাল বিমানবন্দর থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা হবেন।

Related Articles

Back to top button