এদিন অনুব্রত মন্ডলের গড়ে সভা করতে এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রাস্তার দু’ধারে তাকে স্বাগত জানাতে উপস্থিত হয়েছিলেন কাতারে কাতারে মানুষ। এই জনপ্লাবন দেখে অভিভূত হয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। অমিত শাহ বার্তা দিয়েছেন, মমতা ব্যানার্জি প্রতি বাংলার মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ হলো এই জনপ্লাবন। তার পাশাপাশি বার্তা দিয়েছেন,’নরেন্দ্র মোদিকে ৫ বছর সময় দিন। আমরা সোনার বাংলা গড়ে দেখাবো।”
একুশের বিধানসভা কে পাখির চোখ করে বাংলায় আরো একবার সফল করতে এলেন এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই দুদিনের সফরে মেদিনীপুরের জনসভার পরিবারের মেগা রোড শোতে এদিন অনুব্রতর গড় বোলপুরে গেছেন অমিত শাহ। বোলপুর শহরের ডাকবাংলো মোড় থেকে হুড খোলা জিপে চড়ে রোড শো করলেন অমিত শাহ। অমিত শাহের এই রোড শো কে ঘিরে কেন্দ্রীয় ও স্থানীয় বিজেপি কর্মী-সমর্থকদের উৎসাহ ছিল একেবারে চরমে। বোলপুরের রাস্তায় ছিল জনজোয়ার। শুধুমাত্র অমিত সাহাকে একবার চোখের দেখা দেখার জন্য রাস্তার দুই ধারে কাতারে কাতারে লোক মজুদ ছিলেন।
অমিত সাহা আসামাত্র তার উদ্দেশ্যে শুরু হয় ফুল ছোড়া। সেই জিপে দাড়িয়ে অমিত সাহ বললেন,”আমি জীবনে এরকম রোড শো দেখিনি। বাংলার মানুষ মনোয়ার নরেন্দ্র মোদিকে কতটা ভরসা করেন এই রোড শো তার প্রমাণ। এখান থেকে স্পষ্ট বাংলার মানুষ মমতা দিদির প্রতি অত্যন্ত ক্ষুব্ধ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে একবার সুযোগ দিন। আমরা কথা দিচ্ছি আগামী পাঁচ বছরের মধ্যে সোনার বাংলা গড়ে দেখাবো।”














Spice Girls Reunite to Celebrate Emma Bunton’s 50th Birthday in the English Countryside