কিছুদিন আগেই বিয়ে হয়েছে মহানায়ক উত্তম কুমারের পৌত্র ও অভিনেতা গৌরব চট্টোপাধ্যায় ও অভিনেত্রী দেবলীনা কুমারের। প্রথমে হানিমুনে যাওয়ার ঠিক না থাকলেও পরে গৌরব ও দেবলীনার পরিবার সিদ্ধান্ত নিয়েছিলেন নবদম্পতিকে দার্জিলিংয়ে ঘুরতে পাঠানোর। সেইমতো গৌরব ও দেবলীনা হিমেল হাওয়ায় মধুচন্দ্রিমা যাপনের জন্য উপস্থিত হয়েছেন দার্জিলিংয়ে। তবে দার্জিলিংয়ে গিয়ে গৌরব পূরণ করেছেন তাঁর বহুদিনের ইচ্ছা। গৌরবের ইচ্ছা ছিল দেবলীনাকে নিজের স্কুল দার্জিলিংয়ের বিখ্যাত ‘সেন্ট পলস স্কুল’ দেখাতে নিয়ে যাবেন। গৌরবের ইচ্ছা অনুযায়ী এদিন দার্জিলিংয়ের সেন্ট পলস স্কুলের সামনে দাঁড়িয়ে ফটো তুলেছেন গৌরব ও দেবলীনা। সেই ফটো ইন্সটাগ্রামে শেয়ার করে ক্যাপশন দিয়ে দেবলীনা লিখেছেন, দেবলীনাকে নিজের স্কুল দেখাতে পেরে গৌরব খুব খুশি হয়েছেন। ফটোতে মেরুন রঙের জ্যাকেট এবং স্কিনি জিনস পরে দেবলীনাকে সুন্দর লেগেছে । গৌরবের পরনে ছিল অফ হোয়াইট ব্লেজার ও চোখে দামী সানগ্লাস। দেবলীনা ও গৌরবের এই ফটোটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
গত 9 ই ডিসেম্বর বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন মহানায়ক উত্তম কুমারের পৌত্র ও অভিনেতা গৌরব চট্টোপাধ্যায় ও অভিনেত্রী দেবলীনা কুমার। বৈদিক নিয়মে ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমে সাত পাকে বাঁধা পড়লেন দুজনে। তবে দেবলীনার কন্যা সম্প্রদান হয়নি কারণ দেবলীনা মনে করেন কন্যাসন্তান কোনো দানসামগ্রী নয়। 13 ই ডিসেম্বর দেবলীনা ও গৌরবের ইসলাম মতে বিয়ের অনুষ্ঠান হয়েছে ক্যালকাটা বোটিং ক্লাবে। হাল্কা সবুজ লেহেঙ্গায় দেবলীনা ও সাদা ইন্দোওয়েষ্টার্ন সাজে গৌরব নজর কেড়েছিলেন। বিয়ের পরে বৌভাতের দিন লাল রঙের বেনারসি শাড়ি ও ফুলের সাজে দেবলীনাকে অনন্যা লাগছিল। দেবলীনার সঙ্গে মানানসই করে গৌরব পরেছিলেন লাল রঙের পাঞ্জাবি। তাঁদের এই ছবিটি সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট ভাইরাল হয়েছে। নেটিজেনরা দেবলীনা ও গৌরবকে আগামী জীবনের জন্য শুভেচ্ছা জানিয়েছেন।
15 ই ডিসেম্বর গৌরব ও দেবলীনার খ্রীস্টান মতে বিয়ের অনুষ্ঠান হয়। গৌরবের পরনে ছিল কালো রঙের সুট এবং দেবলীনা পরেছিলেন সাদা ওয়েডিং গাউন। চার্চের ফাদার এসে আশীর্বাদ করেন গৌরব ও দেবলীনাকে। ওই দিনেই ছিল গ্র্যান্ড রিসেপশন। টলি ও টেলি টাউনের একাধিক ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন গৌরব ও দেবলীনার রিসেপশনে।
এই মুহূর্তে গৌরব জি বাংলায় সম্প্রচারিত ধারাবাহিক ‘করুণাময়ী রানী রাসমণি’-তে মথুরামোহনের চরিত্রে অভিনয় করছেন। কিছুদিন আগে সোনি মিউজিক ইন্ডিয়ার প্রযোজনায় ও অরিন্দম শীলের পরিচালনায় ‘গেন্দা ফুল’ মিউজিক ভিডিওয় সাবেকি বাঙালি সাজে পারফরম্যান্স করেছেন দেবলীনা। এই মিউজিক ভিডিওটি যথেষ্ট ভাইরাল হয়েছে। এছাড়া দেবলীনা একজন পেশাদার ডান্সার। এই কারণে সারা বছর দেশে-বিদেশে তাঁর শো থাকে। কিন্তু এই মুহূর্তে করোনা পরিস্থিতির কারণে ডান্স শো বন্ধ রয়েছে। খুব তাড়াতাড়ি শুরু হতে চলেছে অরিন্দম শীল পরিচালিত ফিল্ম ‘তিরন্দাজ শবর’-এর শুটিং। এই ফিল্মে অভিনয় করতে দেখা যাবে দেবলীনাকে।