Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

দিনের আলোয় দাঁড়িয়ে থাকা প্রোমোটারকে পয়েন্ট রেঞ্জ থেকে গুলি দুষ্কৃতীদের

Updated :  Monday, December 21, 2020 2:21 PM

আগ্রা: আরও একবার পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠল উত্তর প্রদেশে। একের পর এক ধর্ষণকাণ্ড কার্যত যোগী আদিত্যনাথের রাজ্যকে প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছিল। আর এবার যেটা ঘটল, তা দেখে স্থানীয় মানুষ একেবারে হতভম্ব। পুলিশ প্রশাসনের ভূমিকা দেখে কার্যত কাঠগড়ায় তোলা হল যোগীর রাজ্যকে। দিনে দুপুরে প্রকাশ্যে প্রোমোটারকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশের আগ্রায়। আর এই ঘটনা আবারও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল উত্তরপ্রদেশের পুলিশ প্রশাসনের ব্যর্থতা।

আগ্রা ব্যস্ত রাস্তায় হরিশ পাকাউড়ি নামে এক প্রোমোটারকে পরপর তিনটি গুলি করে বাইকে করে পালিয়ে যায় দুষ্কৃতীরা। স্থানীয় বাসিন্দারা সেই প্রোমোটারের কাছে যাওয়ার আগেই আকস্মিকভাবে এই ঘটনা ঘটে যায়, যা দেখে হকচকিয়ে যায় সেই সময়ে রাস্তায় থাকা মানুষজন। জানা গিয়েছে, ওই প্রোমোটার রাস্তা পার হওয়ার জন্য এক জায়গায় দাঁড়িয়েছিলেন এবং ফোনে কথা বলছিলেন। সেই সময়ই বাইকে চেপে দুজন দুষ্কৃতী তার সামনে চলে আসে। পয়েন্ট রেঞ্জ থেকে কার্যত বাইক আরোহী দুটো পরপর গুলি চালায় প্রোমোটারকে লক্ষ্য করে। গুলি খাওয়ার পরেও নিজেকে সামলে ওই ব্যক্তিকে ধাক্কা মেরে ফেলে দেয় প্রোমোটার। সেই সময় বাইকের পেছনে বসে থাকা দুষ্কৃতী আরও কাছ থেকে একটি গুলি চালিয়ে দুজনে মিলে বাইক নিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে ওই প্রোমোটারের। ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনও অভিযুক্তদের গ্রেফতার করতে পারেনি আগ্রা পুলিশ। আর তাই স্থানীয় বাসিন্দাদের তরফ থেকে পুলিশ প্রশাসনের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ উঠেছে। সিসিটিভি ফুটেজ পুরো ঘটনাটি এই মুহূর্তে একেবারে ভাইরাল হয়ে গিয়েছে। হাড় হিম করা এই ঘটনা যে কোনও সিনেমার প্লটকেও হার মানাবে।

প্রসঙ্গত, বেশ কয়েকদিন আগে নিকিতা তোমার নামে এক কলেজ ছাত্রীকে প্রকাশ্যে গুলি করার মত অভিযোগ ওঠে তৌসিক নামের এক মুসলিম যুবকের বিরুদ্ধে। লাভ জিহাদ প্রসঙ্গ উঠে আসে। কার্যত এ ঘটনায় গোটা দেশকে নাড়িয়ে দিয়েছিল। আর তার রেশ কাটতে না কাটতেই উত্তরপ্রদেশের বুকের হাড় হিম করা ঘটনা আরও একবার প্রশ্নের মুখে দাঁড় করাল উত্তরপ্রদেশ পুলিশ প্রশাসনকে।