নয়াদিল্লি: ১ জানুয়ারি, ২০২১ থেকে চেকের মাধ্যমে আর্থিক লেনদেনে ‘পজিটিভ পে সিস্টেম’ চালু করতে চলেছে রিজার্ভ ব্যাঙ্ক। এই নিয়ম ৫০,০০০ টাকা বা তার বেশি মূল্যের চেকের ক্ষেত্রেই কার্যকর হবে।
রিজার্ভ ব্যাঙ্কের এই নিয়মে ব্যাঙ্কগুলি তাদের সমস্ত গ্রাহককে এই ‘পজিটিভ পে সিস্টেমের সুবিধা দেবে। যদিও কোনও গ্রাহক চাইলে এই সুবিধা না-ও নিতে পারেন যতক্ষণ না ওই ব্যাঙ্কে এই ব্যবস্থা বাধ্যতামূলক করা হচ্ছে।
এই ‘পজিটিভ পে সিস্টেম’ বাস্তবায়নে এবং চালু করার ক্ষেত্রে ‘ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া’র গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
জানা গিয়েছে, দেশে মোট যে সংখ্যক চেক ইস্যু করা হয় তার মাত্র ২০ শতাংশ নতুন এই ‘পজিটিভ পে সিস্টেমের আওতায় এলেও মোট আর্থিক লেনদেনের বিচারে চেকের মাধ্যমে মোট লেনদেনের প্রায় ৮০ শতাংশই এই ব্যবস্থার আওতায় চলে আসবে।
কী এই ‘পজিটিভ পে সিস্টেম’? ৫০,০০০ টাকার বা তার বেশি মূল্যের চেকের ক্ষেত্রে যে ব্যাঙ্ক থেকে টাকা কাটা হবে গ্রাহকের পক্ষ থেকে দেওয়া তথ্যের ভিত্তিতে ওই ব্যাঙ্ক গ্রাহকের সঙ্গে যোগাযোগ করা হবে।