Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

জ্বলজ্বল করছে হীরের আংটি, তবে কী চুপিসারে বাগদান সারলেন স্বস্তিকা-শোভন?

Updated :  Wednesday, December 23, 2020 7:17 PM

টেলিটাউনে এই মুহূর্তে অন্যতম আলোচ্য বিষয় হল অভিনেত্রী স্বস্তিকা দত্ত এবং গায়ক শোভন গাঙ্গুলীর নতুন প্রেমকাহিনী। সম্প্রতি ইন্সটাগ্রামে স্বস্তিকা শোভনের সঙ্গে একটি সেলফি পোস্ট করে তাঁর অনুরাগীদের জাজমেন্টাল হতে বারণ করেছেন।  অপরদিকে শোভন নিজের কবিত্বশক্তিকে কাজে লাগিয়ে স্বস্তিকার একটি ফটো পোস্ট করে ইন্সটাগ্রামে স্টেটাস দিয়ে প্রচ্ছন্ন ভাবে স্বস্তিকাকে ভালো লাগার কথা লিখেছেন।   সবাইকে অবাক করে দিয়ে চিরকালীন সোশ্যাল মিডিয়ায় ইনঅ্যাকটিভ থাকা শোভন হঠাৎ করেই অ্যাকটিভ থাকতে শুরু করেছেন।

তবে শোভন ও স্বস্তিকা বলেছেন, তাঁরা একে অপরের সঙ্গে স্বচ্ছন্দ বোধ করেন। এই কারণে তাঁরা একসঙ্গে আড্ডা দিতে পছন্দ করেন। তাঁদের সম্পর্ককে তাঁরা প্রেম বলতে রাজি নন। তাছাড়া স্বস্তিকা গান ভালোবাসেন। তিনি নিজেও গান গেয়েছেন তাঁর অভিনীত ‘কি করে বলবো তোমায়’ ধারাবাহিকে। কিন্তু মঙ্গলবার সকালে শোভন ইন্সটাগ্রামে নিজের ও স্বস্তিকার একটি ফটো শেয়ার করেছেন যেখানে স্বস্তিকার অনামিকায় জ্বলজ্বল করছে আংটি। ফটোটি ভাইরাল হতেই মুহূর্তে ছড়িয়ে পড়েছে শোভন ও স্বস্তিকার বাগদানের খবর। তবে ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, শোভন ও স্বস্তিকা তাঁদের নিয়ে জল্পনাকে ইন্সটাগ্রামে পেশ করেছেন মজার ছলে। স্বস্তিকা আঙটি পরতে পছন্দ করেন। এই আঙটিগুলি তিনি প্রায় সবসময় পরে থাকেন। তাঁদের সম্পর্ক নিয়ে এই মুহূর্তে যে গসিপ চলছে তাকে উস্কে দিতেই ইচ্ছাকৃত আঙটি পরা আঙুলগুলি মুখের সামনে ধরে সেলফি তুলেছেন স্বস্তিকা ও শোভন। অনায়াসেই বোঝা যাচ্ছে, নেটিজেনদের কাছে এই পাবলিসিটি স্টান্ট বেশ মজাদার হয়েছে।

আগামী বছরের গোড়ায় মুক্তি পেতে চলেছে সুরিন্দর ফিল্মস-এর ‘তুমি আসবে বলেই’। এই ফিল্মটির টাইটেল সঙ গেয়েছেন শোভন।  ধ্রুব ব্যানার্জির আপকামিং ফিল্ম ‘গোলন্দাজ’-এও গান গেয়েছেন শোভন। এই মুহূর্তে স্বস্তিকা ‘কি করে বলবো তোমায়’ সিরিয়ালে নায়িকা রাধিকার ভূমিকায় অভিনয় করছেন।  তাঁর বিপরীতে তাঁর স্বামী কর্ণের ভূমিকায় অভিনয় করছেন ক্রুশল আহুজা।  এর আগে ক্রুশল ও স্বস্তিকার সম্পর্কের গুঞ্জন শুরু হয়েছিল।  কিন্তু পরে জানা যায়, ক্রুশল অভিনেত্রী অদ্রিজা রায়ের সঙ্গে সম্পর্কে রয়েছেন।