কলকাতা: দুর্গোৎসবে মেতে ওঠার আগে যেভাবে কেনাকাটা নিয়ে মানুষের ঢল নেমেছিল বিভিন্ন শপিং মল, ধর্মতলা, নিউ মার্কেট চত্বরে, ঠিক একইভাবে বড়দিনের উৎসব পালনের ক্ষেত্রে মানুষের ঢল নেমেছে পার্কস্ট্রিট, চিড়িয়াখানা, ভিক্টোরিয়া সহ একাধিক জায়গায়। সেই সময়েও এই চিত্র দেখে উদ্বিগ্ন হয়েছিল রাজ্যের চিকিৎসামহল, এই সময়ও তার অন্যথা হল না। করোনাকে পাত্তা না দিয়ে মানুষ যেভাবে ক্রিসমাস সেলিব্রেশনে মেতে উঠেছে, তা দেখে আশঙ্কার মেঘ দেখা দিয়েছে চিকিৎসামহলে।
এই দেশ তথা গোটা বিশ্ব জুড়ে করোনার নতুন স্ট্রেন নিয়ে আতঙ্ক দেখা দিয়েছে। আর এরই মাঝে বড়দিনের উৎসবের মেজাজে যেভাবে বাঙালি মেতে উঠেছে, তা চিন্তা বাড়াচ্ছে শহরের চিকিৎসকদের মধ্যে। প্রত্যেকবারের মতো এবারেও আলোয় সেজে উঠেছে পার্কস্ট্রিট। সেখানে একইভাবে বড়দিনের সন্ধ্যায় ভিড় উপচে পড়তে দেখা যায়। সকলেই যে করোনাবিধি মেনে এই ভিড়ে শামিল হয়েছিল, এমনটা একেবারেই নয়। লাগামছাড়া ভিড় না হলেও যথেষ্ট জনসমাগম চোখে পড়ে নিকোপার্ক সহ অন্যান্য অ্যামিউজমেন্ট পার্কগুলিতে।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowমানুষের মধ্যে হঠাৎ করে অনেক বেশি আত্মবিশ্বাস জেগে উঠেছে। করোনার কারণে প্রাণভয় তাদের মধ্যে আর দেখা যাচ্ছে না। তাই বড়দিনের উৎসবে সহজেই তারা মেতে উঠতে পেরেছে। এমনটাই দাবি করেছেন শহরের এক বিখ্যাত চিকিৎসক। অন্য আর এক চিকিৎসক বলেছেন, বেঙ্গালুরু এবং মুম্বই শক্ত হাতে করোনা নিয়ন্ত্রণ করার জন্য যা করছে, তা কেন শহর কলকাতা পারছে না? এই প্রশ্ন তুলে ধরা হয়েছে। এখন করোনার নতুন স্ট্রেনের মাঝে লাগামছাড়া ভির বড়দিন উপলক্ষে কতটা বিপদ ডেকে আনে, সেটাই দেখার।