Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

ব্রিটেনে ফেরত ২৭৯ জন যাত্রী নিখোঁজ, সংক্রমণ ছড়ানোর আশঙ্কা তীব্র

Updated :  Sunday, December 27, 2020 11:10 AM

নয়াদিল্লি: ব্রিটেনে করোনার নতুন স্ট্রেনে ইতিমধ্যেই আতঙ্কও ছড়িয়েছে লন্ডনবাসীদের মনে। এমনকি ভারত সহ বেশ কয়েকটি দেশ ব্রিটেনের সঙ্গে বিমান পরিষেবা অনির্দিষ্টকালের জন্য স্থগিত রেখেছে। কিন্তু এই স্থগিতাদেশ জারি করার আগেই অনেকেই ব্রিটেন থেকে এ দেশে এসে পৌঁছেছেন। আর এমনই ২৭৯ জন ব্রিটেন ফেরত যাত্রী কার্যত নিখোঁজ। যার ফলে সংক্রমণ ছড়িয়ে পড়ার তীব্র আশঙ্কা রয়েছে।

সম্প্রতি ব্রিটেনের থেকে ২৭৯ জন দেশের তেলেঙ্গানায় ফিরেছে। তেলেঙ্গানা স্বাস্থ্য দফতর সূত্রে জানানো হয়েছে, সেই ২৭৯ জন যাত্রী কার্যত নিরুদ্দেশ। জানা গিয়েছে, এই ২৭৯ জন যাত্রীর মধ্যে ১৮৪ জন ভুল ঠিকানা এবং ভুল ফোন নম্বর দিয়েছেন। যার ফলে প্রশাসন তাদেরকে বর্তমানে আর খুঁজে পাচ্ছে না। এর মধ্যে ৯২ জন অন্ধপ্রদেশ, কর্ণাটক ও কেরালায় নিরুদ্দেশ হয়েছেন। মূলত, দায়িত্বজ্ঞানহীনতার কারণে দেশে করোনার সংক্রমণ ফেরার বাড়তে পারে বলে আশঙ্কা করছেন চিকিৎসকরা।

এ প্রসঙ্গে তেলেঙ্গানার স্বাস্থ্য দফতরের অধিকর্তা শ্রীনিবাস রাও বলেছেন, ‘যাদের শরীরে করোনার নতুন স্ট্রেন খুঁজে পাওয়া গিয়েছে, তা নিয়ে অতিরিক্ত আতঙ্কিত হওয়ার কিছু নেই। শুধুমাত্র সঠিক পদ্ধতিতে মাস্ক ব্যবহার করলে এবং সামাজিক দূরত্ব বজায় রাখলেই অন্যের শরীরে সহজেই ধরতে পারবে না। আমার শুধু অনুরোধ, যারা বর্তমানে অন্য দেশ থেকে এ দেশে আসছেন, তারা প্রশাসনকে সঠিক তথ্য দিয়ে সাহায্য করুন। আমাদের মেডিক্যাল স্টাফেরা আপনাদের বাড়িতে গিয়ে পরীক্ষা করে আসবে। দায়িত্বজ্ঞানহীনের মত সংক্রমণকে ছড়াতে দেবেন না।’তবে খুঁজে পাওয়া না গেলে পরিস্থিতি আগামী দিনে কোন দিকে মোড় নেবে, তা কিন্তু নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।