Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

অল্পের জন্য প্রাণে বাঁচলেন আজহারউদ্দিন

Updated :  Wednesday, December 30, 2020 6:15 PM

জয়পুর: আজ, বুধবার রাজস্থানের সোরওয়ালে ভয়ঙ্কর গাড়ি দুর্ঘটনার মুখোমুখি হন প্রাক্তন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক এবং কংগ্রেস নেতা মহম্মদ আজহারউদ্দিন। কোটা জাতীয় সড়ক এবং সোরওয়াল থানার মধ্যবর্তী এলাকায় দুর্ঘটনাটি ঘটে। আজহারউদ্দিনের ব্যক্তিগত সচিব জানান এই দুর্ঘটনায় অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন ক্রিকেটার।

জানা গিয়েছে, তিনি তাঁর পরিবার-সহ রণথোম্বরে ফিরছিলেন। কিন্তু হঠাৎই গাড়ির টায়ারের সমস্যা দেখা যায়। সেই সময় চলন্ত গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। অনিয়ন্ত্রিত গাড়িটি এরপর সজোরে ধাক্কা মারে রাস্তার পাশের একটি ধাবায়। যদিও এই দুর্ঘটনায় আজহারউদ্দিন এবং তাঁর পরিবার কোনও রকমে প্রাণে বাঁচেন। কিন্তু গুরুতর আহত হন ধাবায় কর্মরত বছর চল্লিশের এক ব্যক্তি। হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে।

এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। ঘটনাস্থল থেকে উদ্ধার করে প্রাক্তন ভারতীয় অধিনায়ক এবং পরিবারকে অন্য একটি গাড়ি করে উদ্ধার করে হোটেলে নিয়ে আসা হয়। তবে ভয়ঙ্কর ক্ষতিগ্রস্ত হয়েছে দুর্ঘটনার কবলে পড়া গাড়িটি। এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

প্রসঙ্গত, ১৯৯২ থেকে ১৯৯৯ সাল পর্যন্ত তিনটি আইসিসি বিশ্বকাপে ভারত অধিনায়ক ছিলেন আজহার। ১৯৯৬ সালে ভারতকে বিশ্বকাপের সেমিফাইনালেও তুলেছিলেন। ৯৯টি টেস্ট ম্যাচ খেলা এই ক্রিকেটারের বর্ণাঢ্য জীবন। শচীন তেন্ডুলকরের তিনিই ছিলেন ভারতীয় ক্রিকেটের সর্বোচ্চ রান সংগ্রহকারীদের মধ্যে শীর্ষে।