Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

করোনায় আক্রান্ত হলেন পরিচালক আনন্দ এল রাই

মুম্বই: বছরভর করোনায় আক্রান্ত হতে দেখা গিয়েছে টলিউড থেকে বলিউডের একাধিক সেলিব্রেটিকে। আর এবার করোনার থাবা গিয়ে বসল বলিউড পরিচালক আনন্দ এল রাইয়ের শরীরে। পরিচালক নিজেই টুইট করে আজ, বৃহস্পতিবার…

Avatar

মুম্বই: বছরভর করোনায় আক্রান্ত হতে দেখা গিয়েছে টলিউড থেকে বলিউডের একাধিক সেলিব্রেটিকে। আর এবার করোনার থাবা গিয়ে বসল বলিউড পরিচালক আনন্দ এল রাইয়ের শরীরে। পরিচালক নিজেই টুইট করে আজ, বৃহস্পতিবার এ কথা জানিয়েছেন। বছরের শেষ দিনে বলিউডের এই নামজাদা পরিচালকের করোনায় আক্রান্তের খবর প্রকাশ্যে আসতেই সকলেই তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছে।

পরিচালক টুইট করে জানিয়েছেন যে, তিনি করোনায় আক্রান্ত হয়েছেন। কিন্তু তাঁর শরীরে কোনও করোনার উপসর্গ ধরা পড়েনি। যদিও তিনি করোনায় আক্রান্ত হলে যে সমস্ত নিয়ম কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে জারি করা হয়েছে, সেই সমস্ত নিয়মবিধি মেনে চলছেন বলেও জানিয়েছেন। এমনকি গত কয়েকদিনের যারা তাঁর সংস্পর্শে এসেছেন, তাদের প্রত্যেককে করোনা পরীক্ষা করে নেওয়ার পরামর্শ দিয়েছেন পরিচালক। আপাতত তিনি হোম কোয়ারেন্টাইনে রয়েছেন বলে জানা গিয়েছে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

প্রসঙ্গত, সম্প্রতি ‘আতরঙ্গি রে’-র শুটিংয়ের জন্য দিল্লিতে গিয়েছিলেন পরিচালক আনন্দ এল রাই। সেখানে আগ্রাতে অক্ষয় কুমার, সারা আলি খান এবং ধনুষকে নিয়ে শুটিং করছিলেন। আর শুটিং চলাকালীন হঠাতই অসুস্থ হয়ে পড়েন বলিউডের এই পরিচালক। তারপরেই তাঁর করোনা পরীক্ষা করা হলে রিপোর্ট পজিটিভ আসে বলে জানা গিয়েছে। এখন কবে তিনি সুস্থ হওয়ার পর পুনরায় ছবির শুটিং কবে শুরু হয়, সেটাই দেখার।

About Author