২০২১ সালে দশম ও দ্বাদশ শ্রেণির CBSE পরীক্ষা শুরু হবে ৪ মে। পরীক্ষা চলবে ১০ জুন পর্যন্ত। ঘোষণা করলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল নিশঙ্ক। সিবিএসই-র রেজাল্ট বেরোবে ১৫ জুলাইয়ের মধ্যে।
আজ, বৃহস্পতিবার টুইট করে পোখরিয়াল জানান, দশম এবং দ্বাদশ শ্রেণির লিখিত পরীক্ষা হবে ৪ মে থেকে ১০ জুনের মধ্যে। ১৫ জুলাইয়ের মধ্যে পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। প্র্যাক্টিকাল পরীক্ষাগুলি ১ মার্চ থেকে শুরু হবে বলেও জানিয়েছেন শিক্ষামন্ত্রী।
Announcing the date of commencement for #CBSE board exams 2021. @SanjayDhotreMP @EduMinOfIndia @cbse @mygovindia @MIB_India @PIB_India @DDNewslive https://t.co/PHiz3EwFvz
— Dr. Ramesh Pokhriyal Nishank ( Modi Ka Parivar) (@DrRPNishank) December 31, 2020
উল্লেখ্য, কিছু দিন আগেই পোখরিয়াল জানিয়েছিলেন যে কোভিড অতিমারি পরিস্থিতির কথা মাথায় রেখে কোনওভাবেই ফেব্রুয়ারির আগে পরীক্ষার আয়োজন করা হবে না। সাধারণত, প্রতি বছর সিবিএসই দশম ও দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষায় জানুয়ারি মাসে প্র্যাক্টিক্যাল ও ফেব্রুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে থিওরিটিক্যাল পরীক্ষার আয়োজন করা হয়।
গত মঙ্গলবার পোখরিয়াল বলেন, ‘আমরা কোভিড ১৯-কে ছাত্রছাত্রীদের উপরে কোনো প্রভাব ফেলতে দেব না। আমরা এদের বলছি কোভিড-যুগের ছাত্র যারা কোনো পরীক্ষা না দিয়েই ক্লাস ক্লিয়ার করেছে। এ বছরেই আমরা জি (JEE), নিট (NEET) পরীক্ষা নিয়েছি। কোভিড অতিমারির মধ্যে এটা একটা বড়ো পরীক্ষা যা নেওয়া হয়েছে।’
পোখরিওয়াল বলেন, ‘স্বাভাবিক পাঠক্রমে নয়, এ বার সিবিএসই বোর্ড পরীক্ষার জন্য পাঠক্রম কমিয়ে দেওয়া হয়েছে। পাঠক্রমের ৩০ শতাংশ বাদ দেওয়া হয়েছে। কিছু রাজ্য এ ব্যাপারে ঘোষণা করে দিয়েছে, বাদবাকি রাজ্য শীঘ্রই ঘোষণা করব। এ বারের পরীক্ষায় থাকবে ৩৩ শতাংশ ইন্টারনাল চয়েস।