আজ অর্থাৎ শনিবার সকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ২২ গজের মহারাজ সৌরভ গাঙ্গুলী (Sourav Ganguly)। তিনি তাঁর বেহালার বাড়িতে জিম করার পর ব্ল্যাক আউট হয়ে মাথা ঘুরে পড়ে যান। সঙ্গে সঙ্গে তাকে ভর্তি করা হয় উডল্যান্ড হাসপাতালে। বর্তমানে তার পরিস্থিতি অনেকটাই ঠিক। মৃদু হার্ট অ্যাটাক হয়েছিল তার। সে এখন এসএসকেএমের হার্ট বিশেষজ্ঞ চিকিৎসক সরোজ মন্ডল এর তত্ত্বাবধানে রয়েছেন। তিনি আপাতত স্থিতিশীল বলেই জানিয়েছেন তার দাদা স্নেহাসিশ গাঙ্গুলি।
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, আজ দুপুর ১ টায় হাসপাতালে নিয়ে আসা হয় সৌরভ গাঙ্গুলীকে। সেই সময় তাঁর পালস রেট ছিল ৭০ প্রতি মিনিটে এবং ব্লাড প্রেসার ছিল ১৩০/৮০। তার অ্যাঞ্জিওপ্লাস্টিতে দেখা তার তিনটি আর্টারিতে ব্লক রয়েছে। এর মধ্যে একটি আর্টারিতে ব্লক রয়েছে প্রায় ৯০ শতাংশ। এত পরিমান ব্লক থাকায় চিকিৎসকরা সিদ্ধান্ত নিয়েছে সেখানে স্টেন্ট বসাতে হবে। এরপর অন্য দুটি ক্ষতিগ্রস্ত আর্টারির ব্লকেজ সারাতে সম্ভবত আগামী সোমবার আরও দুটি স্টেন্ট বসাতে হবে।
কিন্তু এখানে প্রশ্ন আসছে সৌরভ গাঙ্গুলীর মত ফিটনেস ফ্রিকের কি করে হার্টের সমস্যা থাকতে পারে? আসলে ২২ গজের মহারাজ অত্যন্ত শৃঙ্খলা পরায়ন জীবন যাপন অতিবাহিত করেন। তার ক্ষেত্রে অনিয়ম তত্ত্ব একদমই খাটে না। তাই চিকিৎসকরা মনে করেছেন হয়তো পরিবারের হৃদরোগের ইতিহাস মহারাজের হার্ট অ্যাটাকের কারণ হতে পারে।
গোটা দেশ মহারাজের সুস্থতা কামনা করছে। বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গুলি অসুস্থ হওয়ায় একদিকে যেমন উদ্যোগে আছে সারা দেশে ক্রিকেটমহল তেমনভাবেই উদ্যোগে রাজনৈতিক মহল বিনোদন মহল দুজনেই। এছাড়াও গোটা দেশবাসী দাদার দ্রুত সুস্থতা কামনা করছে।রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করেছে জানিয়েছে যে তিনি সৌরভ গাঙ্গুলী দ্রুত আরোগ্য কামনা জন্য প্রার্থনা করছে। তার পরিবারের পাশে রাজ্য সরকার আছে। অন্যদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন দরকার পরলে AIIMS এর ডাক্তার এসে মহারাজের চিকিৎসা করবে। তবে হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে এখন অনেকটাই স্থিতিশীল মহারাজ।